ঘোরের দূরত্ব
একই নীলের ভেতর
ঘোড়া ও ঘোরের দূরত্ব
জাগিয়ে রাখছে চাঁদ—
দালির হাতঘড়িতে হাহাকার বাজছে…
দূর থেকে তেড়ে আসা
সমুদ্রের গর্জন—
তাড়িয়ে দিচ্ছে ঘুমের ঘোর!
নদীর নিকটে পাল তোলে নৌকার ভয়…
আমাদের দূরে থাকা দিন
খুঁজে আনে গন্ধ—
বালকবেলার হারানো বাঁশি!
সুরের উলটো পিঠে বিদ্ধ হয় ক্রুশের হাসি…
দেহপাথর
দেখো দেহ তো পাথর এক—
ঘষে ঘষে আগুন জ্বালাবে?
নৈঃশব্দ্যের চাদরে বিছিয়ে মায়া
কুড়িয়ে আনো কুয়াশার রেণু।
জাগছে দেখো শিউলিফোটা ভোর…
আঁধার করা গভীর কোনো রাতে
চোখের কাছে জোনাক হয়ে জ্বলো—
তবে দেহের পাথর রাখবো খুলে—
আগে তুমি আগুন হয়ে ওঠো!
দৃশ্যের গভীরে
জলের গভীরে মাছ
ঘুরে ঘুরে
নড়েচড়ে
দেখিয়ে যায় লেজের নাচন!
দৃশ্যের গভীরে খুলে গেলে সুতার বাঁধন
নৃত্য করে মৎস্য ও মোমের ক্রিস্টাল!
মন্তব্য