ঈশ্বরের দখল
ঈশ্বরের দখলে যতটুকু জল বরাদ্দ ছিল
সবটুকু দিয়েই ভাগ হলো
লাওয়াছড়ার বীজতলা।
ঈশ্বরে গর্বিত মানুষেরা
সবুজের শরীরে হুল ফুটালে
মন্ত্রণার সুতা প্রলম্বিত হতে থাকে ।
একদা সায়াহ্নে…
গভীর বিরাগে ইচ্ছার মৃত্যু ঘটিয়ে
চরাচর ছেড়ে পালিয়েছিল ঈশ্বর
জলের দৃশ্য ভেদ করে
ঈশ্বর নামবে অতলে
কূল ভেঙে কামনার জলে ভাসাবে তরী
বীজতলার সন্ধানে ফেরারি হয়ে
ফেরি করবে টেমসের ফোটা ফোটা জল।
ব্রিকলেন
ব্রিকলেন…
অয়োময় এক জঠিল সড়কের নাম
নৈকট্য আর দূরত্বের নাম
আশা আর নৈরাশ্যের নাম
সেখানে যেতে যেতে মনে হয়
মনের ভেতর জন্ম নিচ্ছে ব্রিকনগর।
অনাবাসী এই পিচ্ছিল পথে
চলতে চলতে অনেক বার
পথ হারিয়েছি মেঘের আকাশে
স্বপ্নস্তর ডুবে ছিল ঘামের মিছিলে ।
শব্দরা বাসা বাঁধে আর হারিয়ে যায়
ঋতুবদলে
তারপরও আছি, আছি আমরা-
স’তে সমর,
স’তে সম্মুখে,
স’তেই সমবায়!
মন্তব্য