আমার দুঃখগুলো অস্থির অক্টোপাস হয়ে
শরীরের সঙ্গে সেঁটে আছে বলে
দুঃখের সফলতায় আনন্দে বিভোর
দশ দিক। অথচ আমি সুখের সবকিছু
মাড়িয়ে চলি ইচ্ছের ইথারের মতো—
কেউ বোঝে, কেউ বোঝে না।
আমার কষ্টগুলো কান্নার জলধর হয়ে
হৃদয়ের জরায়ুতে জমে আছে বলে
কষ্টের সফল কল্লোলে খুশিতে মশগুল
পৃথিবীর প্রাণ। অথচ আমি সকল হাসিতে
মিশে আছি বাঙ্ময় বর্ণমালার মতো—
কেউ জানে কেউ জানে না।
মন্তব্য