দীর্ঘ কবিতা আঙ্গিক হিসেবে বহুল সমাদৃত। বহুল সমাদৃত বটে, কিন্তু বহুল পঠিত নয়। পাঠক-সমালোচক-কবি দীর্ঘ কবিতার নামে সমীহে মাথা নত করে, কিন্তু পাঠ করে না। পাঠ করে না এই জন্য যে, মনোযোগ ধরে রাখা কঠিন। অধিকাংশ পাঠকই পরিশ্রমবিমুখ। অল্পশ্রমে বেশি মুনাফা অর্জনই বর্তমান কালের প্রধান লক্ষ্য। তাই দীর্ঘ কবিতার পরিবর্তে এখন প্রায় অনুকবিতার চর্চায় কবিদের সময়ের অপচয় হচ্ছে। এরই মাঝে চিন্তাসূত্রের আমন্ত্রণে দীর্ঘ কবিতা লিখেছেন কয়েক জন।
সূ । চি
স্প্যাম রিসার্চ সেন্টার ॥ ফকির ইলিয়াস
আমি মাধবীলতা, আপনি কে ॥ নূরুল হক
প্রিয় পাখিগুলো যখন নক্ষত্র ॥ রকিবুল হাসান
বিষণ্ন বিকাল ॥ মোহাম্মদ নূরুল হক
মন্তব্য