লাল-সবুজ
একটা কেমন করা মন
ঠিক জানে না কোথায় পথ
কোন ঘরের ছাউনি ওড়ে
কোন নদীর ঘাটে নোঙর
একটা ঘোরলাগা বদ্বীপ
ঠিক জানে না কোথায় মোহ
কত সবুজ বুকটা জুড়ে
কোন পথের পাশে নগর!
একটা ভালোবাসার ছায়া
ঠিক জানে না কোথায় রোদ
কোন ভুলের কেমন ব্যথা
কেন আঁকছি নিশিপ্রহর!
একটা লাল-সবুজ মাঠ
ঠিক জানেনা কোথায় প্রেম
কেন কাঁপছে আকাশ, মেঘ-
সে কী বোঝেনি আপন-পর!
বোকামি
‘মানুষ মানুষ’ বলে আর্তচিৎকার শুনে
সামনে এগিয়ে দেখি
একঝাক পায়রা উড়ে যাচ্ছে উত্তরে
আমাকে দেখেই ওরা
. উল্টো দিকে উড়ে গেল
এই ঘটনার শত সহস্র বছর পরও
আমি জানতে পারিনি
সেই আর্তচিৎকারের কারণ,
পায়রাদের ওইভাবে উড়ে যাওয়ার কারণ
যদি জানতে পারতাম
একটা কোনো ব্যবস্থা আমি করতাম
কেননা আমার হাতেই ছিল
. ইস্কাপনের সাহেব বিবি গোলাম।
দরবার
জোয়ারে ভেসে ভেসে কোথায় চলে যাই
নিজেই নিজের হদিস রাখতে পারি না
আমোদপূর্ণ প্যারাডক্সে ডুবসাঁতার দিতে দিতে
মনে মনে মনকলা খাই
আহা! স্রোতে গা ভাসিয়ে দেব যেটুকু পারি।
ইহাই স্মার্টনেস। নিউরনে বাজাব ভাঙা রেকর্ড
কেবল বাজাব, বাজাব-
‘কত যে তোমাকে বেসেছি ভালো’
দেখো গো এ আঁধারে রয়েছে আলো।