থামো ইসরায়েল
থামো ইসরায়েল।
নেভাও, নেভাও তোমার হিংস্র-বিভৎস আগুন,
একটু কল্যাণকর হও।
ফিলিস্তিন পুড়ে গেছে,
পুড়ে গেছে তার নিরীহ শিশু-নারী, নিরীহ মানুষগুলো,
তার সবুজ ঘাস, লতা-পাতা, বৃক্ষ, কুসুম,
তার শ্যামল গ্রাম,
তার শহর-নগর আর অগণিত বাড়ি-ঘর।
পুড়ে গেছে, পুড়ে গেছে সবকিছু তার।
তার সবকিছু হয়ে গেছে ছাড়খাড়।
ফিলিস্তিন আজ পোড়ামাটি।
তার আকাশ আজ বারুদের ঘন কালো ধোঁয়ার মেঘ।
দোহাই ইসরায়েল, এবার থামো।
নেভাও, নেভাও তোমার হিংস্র-বিভৎস আগুন,
একটু কল্যাণকর হও।
ফিলিস্তিনবাসী
বহুকালের বহু আকাক্সিক্ষত স্বাধীনতা পাওয়ার জন্যে
তোমাদের মৃত্যু হোক অ্যাকিলিসের মতো,
তোমাদের মৃত্যু হোক প্রতিদিন।
ব্যবিলনের ঝুলন্ত উদ্যানের মতো
সাজাতে তোমাদের দেশ,
একটি পতাকা উড্ডীন করতে তার অসীম আকাশে,
অনাগত প্রজন্মের জন্যে জন্ম দিতে একটি মহাকাব্য,
একটি অমর ইতিহাস
মৃত্যু হোক, মৃত্যু হোক,
তোমাদের মৃত্যু হোক অবিরাম।
এভাবে মৃত্যুর পর
তোমরা হবে মৃত্যুহীন প্রাণ।
ফিলিস্তিনি শিশু
পৃথিবীতে পা রাখতে না রাখতে
আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে,
এ আমি ভাবতে পারিনি পিতা।
ওদের বোমাগুলো ভয়ানক ক্ষত-বিক্ষত করেছে
আমার অঙ্গ-প্রত্যঙ্গ, আমার শরীর, আমার আত্মা।
মৃতদের মহাসমুদ্রে তাই আমি মিশে যাচ্ছি ক্রমশ।
তবে কথা দিয়ে যাচ্ছি, অচিরেই ফিরে আসব, পিতা,
ফিলিস্তিনের স্বাধীন পতাকা হয়ে।