ত্বকসর্বস্ব
কালো হওয়ার নেই কোনো ক্রিম!
যদিও;
ফর্সা মানেই বরেণ্য বা মহাপ্রাণ; এমন কোনো কথা নেই।
তবু বিলবোর্ডে বেনিয়া দাপট।
অ্যানামেল পেইন্ট না-হয় বাদ-ই দিলাম;
আলকাতরার বিজ্ঞাপনেও সাদা-সাদা মুখ!
পৃথিবী বুঝি এখন আর বই পড়ে না?
সাদা পাতায় কালোর আলো অক্ষর…
মাইকেল জ্যাকসন রঙ পাল্টালেও ম্যান্ডেলার দরপতন হয়েছে;
এমনটা কিন্তু শুনিনি।
তেষ্টা
মাটি আর আকাশের সংজ্ঞায় খেলা করে মেঘ।
চৈত্রের চেনাসুরে খরার গান।
কুয়া সাক্ষ্য দেয় ক্ষণিক জলের,
হৃদয়-গভীরে চলে খনন কাব্য!
আমাদের যাপন-পুকুরে;
জলের তেষ্টায় নেমে যায় ঘাট।
মানুষের অধোঃগমন গায়ে মেখে;
পৃথিবীও ক্রমাগত অতলমুখী!
রক্ষণশীল
রক্ষণশীল বলে কথা;
‘তোমরা সবাই সাইট দাও, আমাগো বৌ বাজারে যাইবো!’
নিয়ম-নিষ্ঠাবান একটা নৌকার কাহিনি বলতো নিজাম কাকা;
যার কাজ ছিল খেয়া পারাপার!
গোপন বলে আমারে যে দ্বিতীয় কান করতে নিষেধ করেছিল;
বিবিসি নিউজে তিনিই সে-খবরের সংবাদদাতা!
পাথর
স্পর্শে নত হলে লজ্জাবতীকে ভাবি ক্ষীণ,
অথচ;
ফুঁসে উঠলে বৃক্ষও আত্মঘাতী হয়!
আমাজনের আড়ালে দাহ হয় মানবিক ফুসফুস।
ভালোবাসার বুকপকেটে মানুষই লুকিয়ে রাখে চাকু!
পাথরপাঠে জেনেছি; কী-করে আগলে রাখে দাহ্যের আগুন!
দেবত্ব সম্পত্তি
তিরুপতি মন্দিরের স্বর্ণস্তূপের সাথে;
স্যানিটেশন দাবিতে আত্মহত্যার নেই কোনো সংশ্লিষ্টতা!
দেবকূলে হাগুমুতুর বালাই নেই;
নইলে দেশকে টয়লেটময় করা কোনো ব্যাপার!
শুনি; কষ্ঠিপাথরের কৃষ্ণমূর্তি কোটি টাকা।
নিজের সোনা নেই বলে ঘষে পরীক্ষার সুযোগ বঞ্চিত!