এক
দীর্ঘ বিরতির পর
ফিরে এলো আমার ভ্রম।
আসলে তুমি
একটি মাটির পুতুল,
তোমার মজ্জাবলি মানুষের মতো
. দেবীর মতো।
যেন দূরে কোনো জবাগাছে
ফুটে থাকা ফুল।
দুই
আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে
ওরা আমার মগজ খুলে রেখেছে
হাত, পা, খুলে রেখেছে
অন্তর থেকে তোমাকে খুলে রেখেছে কি-না
সেই খোঁজে যেতে হবে–
তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না।
তিন
অবশেষে তোমাকে পেলাম
. ধূ-ধূ মরু চরে।
সেখানে
পানির অভাবে ঘাসেরা জন্মায় নির্বিকারে
আর
মানুষেরা মৃত্যু নেয়
. তৃষ্ণার্ত-ও
. একাকিত্ব বোধে।
চার
তোমার চরণ, আদম হাওয়া পৃথিবীতে
আসার আগেই আমার হৃদয়ে।
এ-খবর আমি আর জানে আমার ঈশ্বর।
হয়তো বা তুমিও জানো না…!
মন্তব্য