বেদনা ভুলতে কবিতা
আসুন হত্যাযজ্ঞের আনন্দে কবিতা লিখি
ইতিহাস টেনে লজ্জা দেবেন না।
আমরা ইতিহাস পড়ি না,
কেমন যেন অদ্ভুত লাগে।
আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ
একই নদীর শুরু এবং শেষ।
বেদনা ভুলতে যারা কবিতা লিখতে চেষ্টা করেন,
তাদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হচ্ছে…
মুখোশ
আমি কিছু মানুষ চিনি
অন্ধকারে ভেসে ওঠে
জানোয়ারের মুখ।
আমি কিছু মুখোশ চিনি
আড়ালে তার হেসে ওঠে
রক্তখেকো সুখ।
খোঁজ
অথচ প্রতিরাতে খুঁজি তোমাকে
শীতের বিছানায়
পাশের বালিশে
সকালে শীতের চাদরে
অফিস ফেরার আদরে
এক গ্লাস জলে
ঝগড়া-অভিমানে।
হাত বাড়ালেই
তুমি হাত বাড়ালেই এগিয়ে যাই
জাপটে ধরি ভালোবাসার আকাশ,
তুমি দূরে গেলেই বর্ষা নামে
দুঃখ ঝরে হৃদয়জুড়ে বারোমাস।
তোমার এক ইশারায় সুখের পায়রা
নামছে দেখ সুখের আঙিনায়,
তোমার চোখের জলে বইলে স্রোত
মন নাবিকও দিক হারায়।
মানুষ
১.
কী আর হবে ‘মানুষ’র কথা লিখে,
মানুষই যখন মানুষ মারা শেখে।
নৈতিকতার অধঃপতন দেখে,
বনের পশু লজ্জা কোথায় রাখে?
২.
মানুষ বাঁচাতে
মানুষ মারে
মানুষ!
তুমি চাইলে
সালাহ উদ্দিন মাহমুদ
প্রকাশক: ছিন্নপত্র
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
মূল্য: ১৫০ টাকা
স্টল: লিটল ম্যাগ কর্নার