চুলের কাঁটা
আজকে তুমি আসবে বলে
দুয়ারখানি খুলে রাখি।
বুকের কাঁটা নিয়েছ তাই
চুলের কাঁটা তুলে রাখি॥
আসবে তুমি হাওয়ায় উড়ে
যতই তুমি থাক দূরে
সেই খুশিতে এমন নাচে
সব বিরহ ভুলে থাকি॥
আর দেব না দূরে যেতে
চাই সারাক্ষণ কাছে পেতে
তোমায় নিয়ে ভাসব বলে
নৌকাখানি কূলে রাখি॥
রাগ-রাগিণী
কী করে গাইব তোমার এ-গান
শিখিনি তো রাগ-রাগিণী
ভুলে গেছি আমি সুর-তাল-লয়
আমি কী যে হতভাগিনী॥
কতবার তুমি পাশে এসে বসে
ডাকনাম ধরে ডেকেছ
আজকে তোমার নাম ভুলে গেছি
তুমি ঠিকই মনে রেখেছ
ঘুমে-জাগরণে স্বপনে দেখেছি
দুই চোখ মেলে জাগিনি॥
কত ফুল তুমি কুড়িয়ে এনেছ
খোঁপায় দিয়েছ জড়িয়ে
হাসি-খুশি আর কথায় দিয়েছে
হৃদয়ের ডালা ভরিয়ে
তোমাকে পেয়েছি সকল সময়ে
আমি কোনো কাজে লাগিনি॥
ধ্যান-সাধনা
ভালোবাসার তীক্ষ্ম শূলে বিদ্ধ হলাম
এক জনমের ধ্যান-সাধনায় সিদ্ধ হলাম॥
তোমার কণ্ঠে দোলে যে-সুর
বাজে মধুর বাণী
হৃদয়-নদী উছলে ওঠে,
হয় কেবল উজানী
সে-সুর শুনে আমি কেবল ঋদ্ধ হলাম॥
তুমি আমায় দাওনি ধরা
দাওনি যে স্বীকৃতি
বুঝি না হায় ভালোবাসার
নতুন রীতিনীতি
এই জগতে তাই বুঝি নিষিদ্ধ হলাম॥