এক.
বাতাসের বিরুদ্ধে জেগে থাকা দাঁড়-লগির মাজা বেঁকে যায়,
ভুলে যাওয়া মাতৃভাষার মতো, পিতাপুত্রের সম্পর্কের মতো
আমিও একদিন ভুলে যাব ব্রহ্মপুত্র!
দুই.
ব্রিটিশ, খ্রিস্টান ঠিক আছে কিন্তু ব্রিষ্টি ঠিক নেই,
এই বর্ণ-বাদ কিছুতেই ভালো লাগে না!
তিন.
স্তনের উচ্চতায় ছিল দৃষ্টি। তারপর ঘুমনেশা।
ঘুমচিঠিও এক ধরনের ভ্রমণ, কাহিনী নেই।
কোথাও নেই ডাকঘর, খালি দৃষ্টির আড়ালে জেগে থাকে যুগল দৃশ্য!
মন্তব্য