ক্ষণকালের আভাস থেকে
সম্মুখে বসে বৃষ্টিস্নাত রাত বুনবো বলে
বারবার ফিরে আসতে ইচ্ছা জাগে
এই আসা অযাচিত নয়,
কোনো এক বিস্মিত বিকালের অপূর্ণ ক্ষতির জন্য।
তুমি হয়তো ভাবছ—
কবেকার কথা!
যা গিয়েছে হারিয়ে কয়েক যুগ আগে।
সে দৃশ্যে শ্যাওলা জমে এখন জরাজীর্ণ।
দুটি মেঘের যাযাবরতায় হয়েছে জন্ম সহস্র দূরত্ব।
তবু কেন এই ইচ্ছা জাগে!
তবে শুনে রাখো,
বয়স হয়েছে তোমার আমার—
বয়স হয়নি সেই ভালোবাসার!
ঝরাদের কথা
যে গাছে যতটা ফুল ফোটে সবটাতেই কি তার ফল আসে?
প্রশ্নটি তোমার ছিল!
আমি অফিসের জানালা দিয়ে
বৃষ্টির উচ্ছ্বাস দেখতে দেখেতে
সমাধান খুঁজতে লাগলাম,
কিন্তু বৃষ্টি একই প্রশ্ন রেখে ঝরে যাচ্ছে;
ঝরে যাওয়া ফুলেরা কী মৃত—
যেমন মানুষ ঝরলে লাশ।
মন্তব্য