২০৭২৩
মানুষের মুখ দেখার থেকে
আকাশ দেখা ভালো
আরও ভালো, কিছুই না দেখা
১০ আগস্ট ২৩
এত যে বেদনা ঝরে!
হাঁড়ি পেতে জমানো যেতো যদি
রক্তের দাগ
নদীর রেখা মুছে যায়
ফ্লাটের বারান্দায় দোলে ফুল
আমার পাশে আমি
লাশ হয়ে শুয়ে আছি
শিশুর একরোখা মনোভাব
অবুঝ পশু দলে তুলেছি পাল
মিশে আছি রাখালের ভাঙা সুরে
থির থির জলকম্পনে
যদি জমানো যেতো বেদনা
আকাশ পাতাল কিনে নিয়ে
মুক্ত করে দিতাম সমস্ত যুদ্ধ বন্দীদের
যারা ভ্রমণ প্রিয়। যারা বিবাদের বিষয়ে কিছুই জানে না
জুতার বাসনা
জুতাটির শতাধিক অপারেশনের পর তাকে জানানো হলো,
যে ব্যবহার করত সে কবি। শুনেই জুতাটি গেলো মরে।
মরার আগে বলে গেলো অমর সে গাথা—
‘কবির মতো নিষ্ঠাবান পাশবিক আর নেই’।
‘কবি’ শুনলেই জুতারা বাজার থেকে পালিয়ে রক্ষা করে নিজেকে।
যে ধরা পড়ে তার বিভৎস জীবন করুণায় বিদ্ধ পাকস্থলীর পোকা
অর্থাৎ যারা হজমে সাহায্য করে তারা-ই
হজম হয়ে গেছে কবি(পৃথিবী) তৈরির বহু আগে
অপারেশন থিয়েটারের সামনে যে শুয়ে আছে।
অ্যানেস্থেসিয়ার ঘোর ডিঙিয়ে অন্তিম বাসনা জানিয়ে দিলেন —
‘নরকে যাবো তবু কবির পায়ে নয়’