জীবন্ত লাশ
হৃদয় পাথর হয়েছে বলে ভুলে গেছ অভিমান পরিত্রাণ অভিযান
তামার পাত হয়ে শুয়ে থাকি উদাম গতরে সজোরে যত আঘাত করো আরও ধারালো হই, বিবিধ বিষাদ নিয়ে চলে যাই ঈশ্বরের শহরে
মানুষ তো মরে যায় নিরুপায় আত্মহত্যা করে; ঢোকে কবরে মরে যাই আমিও, ঢুকি তোমার ভেতরে।
আজাব
দংশন দিলেই—শুক্রাণুতে নেমে আসে সাপ, এ কেমন আজাব, কেমন আজাব!
নিয়ম
দুই বছর ভালোবেসে ফকির হয়েছে প্রেমিক। বড় ভাই চার বছর ভালোবেসে প্রথম শ্রেণির ফকির। প্রেমিকের প্রথম হতে ইচ্ছে করে।
এজন্য প্রেমিক চার বছর ভালোবাসলেন; তারপর আটবছর। এভাবে বাসতে বাসতে তিনি বাবার কাছে গেলেন।
জাদুকর
তখন বাইশ বছর। রৌদ্রময় আকাশ হঠাৎ বৃষ্টির স্নিগ্ধ রূপে কেউ বললো—চলো শান্তিনগর যাই।
মুমূর্ষ জীবন পেছনে রেখে আমি চললাম…
শরীরে চুমু আঁকছে বাতাস সবুজ পাহাড় উঁকি দিয়ে প্রবাহিত হচ্ছে সুখস্রোত
সঙ্গম সুখে ঢুকে যাচ্ছি গর্তের ভেতর যেখানে ছোবলের আশায় ফণা তুলে আছে ক্ষুধার্ত সাপ
আমার শরীরে ঘাম—প্রচণ্ড কষ্ট! বললো, তুমি চলে যেতে পারো একবার পেছনে তাকিয়ে সামনে চললাম….
এভাবে সাত বছর এগিয়ে মনে হলো—জাদুকর আমার প্রেমিকার নাম
এক্স
বহুদিন পর একটা রাত ফুটফুটে শিশু এবং মায়ের হাত
আড়মোড় ভেঙে পড়ে আছে স্বামী সে কি আমার চেয়েও দামি?
ভিজছে চোখ, ভেঙেছে চশমার ফ্রেম, তাকেই ভেবে নিচ্ছি একুশ বছরের প্রেম