ছুরি হাতে মেয়েটি
খুব ধারালো ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়েটি
যেদিকে যাওয়ার কথা ছিল—পারছি না
যেদিকে তাকানোর কথা ছিল—পারছি না
একটা বই নিয়েছি হাতে—চোখ রাখতে পারছি না
এদিক-সেদিক তাকাতে চাচ্ছি,
ইতি-উতি করতে চাচ্ছি—পারছি না
দুরু দুরু বুক
ছুরিটা তাহলে আমার দিকেই তাক করা আছে?
যেদিকে যেতে চেয়েছি—পারছি না
যার দিকে তাকাতে চেয়েছি—পারছি না
যে বইটি হাতে নিয়েছি—পারছি না
সবাই এদিক-সেদিক করছে, ফুচকা-চটপটি খাচ্ছে,
বই কিনছে, হাসা-হাসি করছে
দুরু দুরু বুকে
আমিই কেবল ঘামছি দর দর করে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি !
মেয়েটি ওভাবে, অমন খাপখোলা তরবারির ধরনে
চোখে-মুখে…সমস্ত শরীরজুড়ে
চকচকে, খুব ধারালো
একগুচ্ছ ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে!
ছুরিবিদ্ধ আমি
রক্তাক্ত ঝরে যাচ্ছি মাটিতে
আহ, অমন অপরূপ ধারালো ছুরিবিদ্যা সাথে
ওভাবে কি ঘুরতে আছে, মেয়ে!
প্রেমে পড়লে
প্রেমে পড়লে
সকল নারীই রাধা
সকল পুরুষ কানু
কারো কাছেই যে হয় না নত
ধুলো মাখে তার জানু।
প্রেমে পড়লে
বুদ্ধিমতি বালিকারা বোকা
বালকেরা হাবাগোবা
সাগর ভেবে ডুব দিতে চায়
হয়তো-সে নালা-ডোবা
প্রেমে পড়লে
মেয়েরা মুগ্ধ সবকিছুতে
ছেলেরা অবাক তাকায়
মুগ্ধতার মালা গেঁথে
মনে স্বপ্নছবি আঁকায়
প্রেমে পড়লে
ঝরাপাতাকেও ভালোবাসে মেয়েরা
ফুলের কাঁটাতেও ছেলেদের ঝোঁক
ক্রুরতাকে দূরে রেখে, ভাবে
পৃথিবীটা আজ ভালোবাসার হোক
প্রেমে পড়লে
কোনো কোনো মেয়েরা ডাইনি হয়
ছেলেদের কেউ কেউ- ধর্ষক
প্রকৃত প্রেমের অভাবে
প্রেম হয় অপকর্ষক।
প্রেমে পড়লে
মেয়েরা সাহসী হয় ঢের
ছেলেরা দুঃসাহসী বীর
শ্বাপদ অরণ্যও হয়ে ওঠে
মোহন সুখের নীড়।
প্রেমে পড়লে
প্রেমই মুখ্য
বাকি সবকিছু গৌণ
প্রেম হারিয়ে গেলে
জীবনপাখিটা মৌন।
চুম্বন
নিভে থাকা দুটো চোখে, ধীরে
জ্বলে উঠছে আলো, নীরবে;
অন্ধকারে পথ হারানো পথিক, যদি
সহসা এভাবে পেয়ে যায় দৃশ্য, রূপ
রসের পিপাসা কিছুটাও যদি মেটে
হেসে ওঠে এতটুকু সুখের অসুখ;
সেই ভালো;
জেগে থাকা, জীবন্ত ভলকানোতে পোড়া
এই দিবসের
কোনো রঙ, রূপ, গন্ধ; অসহ্য ভীষণ
তার চেয়ে বরং ঘুমই ভালো, আঁধার প্রকোষ্ঠে
স্বপ্ন হয়ে ধরা দিয়ে যাও তুমি; থরথর ওষ্ঠে।