তোমাকে দেখার পর শিশির জমাট
রোদমাখা পৃথিবীর ঘাসের ডগায়
জোছনার ঝলমলে আলোমাখা চুলে
শ্রাবণের জমা জলে নেমেছিল চাঁদ।
ও’ চোখ দেখতে দেখতে সমুদ্র ঢেউ
মুগ্ধতা নিয়ে আছড়ে পড়ে উপকূলে
ঝাউবন ঝিরঝির দোলা দেয় বুকে
তপ্ত বালুচরে ফোটে বাসরের ফুল।
পড়ে থাকা সে পথেই ফিরে আসি একা
যেখানে জমেআছে মায়া চিহ্নবিহীন
চেনা বাঁশি আজও বাজে অচেনা সুরে
মায়া চাঁদ বালুচর ঢেউ আর ঢেউ।
ছায়াময় গাছে নিভৃতে ছায়ার খোঁজে
আমি শুধু একা হাটি পাশে নেই কেউ।
মন্তব্য