ঘৃণার পাশব
সকালে আলোর চোখ হারিয়ে আন্ধারে
কী ছিল বলার কথা সুহাসিনী জানে;
রাতের বিপক্ষে রাত দাঁড়িয়ে এখানে
দিনকে টিপ্পনী কাটে প্রেমে অভিসারে
পথের বিবাদ মেটে আসো হেসে মিলি
আমরা দূরের পানে চলাই নিয়তি;
দিন-রাত আলাপনে কল্যাণের ব্রতী
সব ভালো যদি আলো, অমা-কে কী দিলি…
কালোর দিগন্তে পূবে ফোটে যে রক্তিম
পৃথিবীর চক্র সূত্রে উল্লিখিত সত্য;
আষ্টেপৃষ্টে প্রাণ পায় মাটিয়াই পথ্য
ক্লান্ত দিন; শেষে ফোটে সুঘ্রাণে ছাতিম…
বর্ণবাদী মূর্খ বাবু সে বোঝে না সব
কালোধলো পার করো ঘৃণার পাশব…!
মীনকন্যা ডাকে
মীনকন্যা ডাকে অদূরে শীতলক্ষ্যায়
নদীর নিভৃতে বয়ে চলা
দেখে ভীষণ আপন ভেবে
তার কাছে অবুঝ অবোধ হয়ে
ছুটে আসি, বসে থাকি আঘাটে অবেলা
বার বার…
এই আসা পিপাসার
বুঝে গিয়ে হৃদয়-গতর ধুয়ে যায়
নদী তার বাতাস শীতলতায় ।
সংসার সাধনার ঘেরাটোপে নালিশ—সমন
নগর নাগর হয় তখন ক্লান্তির ;
সহ্যের স্লিপারে চেপে ধাতব সময়ে পিষ্ট মন
কু-উ-উক ঝিক ঝিক—ইত্তাপে অস্থির
ছুটে গিয়ে খোঁজে উদার ভূবন—নদীর পবন…
ভরা মৌসুম; আনন্দ হেসে হেসে
অবাধ্য আদরে ধুয়ে দেয় ক্লান্তি জং আবরণ;
ঘাট-আঘাটের বেলা-অবেলায়
দিনে অথবা সন্ধ্যায়
শুচিপ্রস্থ নদী, এ মন শীতলক্ষ্যায়…!
আলো আর অন্ধকারে মিতালী এখানে;
অন্যরকম দেখায় নদী
বয়ে চলা নিরবধি জলের আনন্দ ছলছল
আহ্লাদের ছোটছোট ঢেউ ঝলমল… ;
দেখে দেখে নিজ থেকে হঠাৎ আড়ালে
এক ইশারায় আমি খুব বিহ্বল !
মীনকন্যা; ডাকে…
তার টিপটিপ চোখের সুচালে;
সঙ্গস্রোতে মিশে বন্দরে ভেড়ার কালে
সময়ের বুদবুদ ছেড়ে হয়ে গেছি না ফেরার…
মীনকন্যা
সাঁতারে শেখাতে চায় জলে বসবাস!
বন্দর থেকে বন্দরে, না না
জলের অবাধে সব কোলাহল ছেড়ে
দূর গমনের স্রোতে অনন্ত আলোর
ঢেউগুলো মনলোভা ;
মুগ্ধ ভঙ্গিমার কাছে হারাতে হারাতে
শেষে আরাধ্য জলের মগ্ন মোহনায়…
কন্যা; চোখ ইশারায়—বলে সে ব্যাকুল
মীনরাণি আমি
তুমি হলে সহগামী
এই যে মোহনা—রহস্যের নাভিমূল…
যার মোহে অমা রাতে ছুটে আসে মাছের বহর;
এখানে রাখ তো হাত
ডুবে যাবে চাঁদ রাত
মেঘে মেঘে ঢেকে যাক
সুখরতি ঝরে যাক
আমাদের চোখেমুখে লেগে যাক আলোর কহর!
ঘুম চোখ; আড়মোড়া ভাঙে
টের পাই সুর—দূরের মিনারে সুমধুর
আসসালাতু খাইরুম মিনান নাওম…
নগর জাগর ভোরে
কাকদের কা কা যদিও নিরস
উফ! তবু খুব ঘুম…; ঘুম পায়
মীনকন্যা ডাকে অদূরে, শীতলক্ষ্যায়!
দিন চুরি গেছে
দিন চুরি গেছে আলোর মহল থেকে
চোখে লেগে আসে ঘুম ঘুম
সুনিপুণ পরাণ কথার চুম
একদম এরকম—
ভেজাপত্রে লিখা আশ্বিনের সঘন আবেগ
ঝড়ো ঝুটিপনা খেলে হেলেদুলে…
কলাবতী জলমগ্ন বাসনা কালের তিথি
বিমূর্ত সুন্দর ছবি ঋতুর অমোঘ
প্রকৃতির দায় শোধে পাশের মাঠেও
ধানিচারা সবুজের সংসারে প্রসূতিসম্ভবা…
আলোর মহলে মেঘোমেঘো ছায়ামায়া
মন শুধু মন ছুঁতে চায় সূর্য উধাও আশ্বিনে
দিন চুরি গেছে অদেখার কাছে
দেখার দেখায় ঋতু বন্দনায়….!