ঘুড়ি সিরিজ-১
সুতোকাটা ঘুড়ি কুড়োতে গিয়ে গাড়ির নিচে থেঁতলে গেছে শিশু!
এমন দৃশ্য বানাতে গিয়েও বানালেন না ঈশ্বর।
বানালেন, ঘুড়ি ওড়া এক সুন্দর বিকেল
আকাশে চেয়ে থাকা কতক উৎসুক চোখ
বেঁচে যাওয়া শিশুটি লাটাই হাতে ওড়াচ্ছে লাল ঘুড়ি…
ইছামতি
নাব্য ইছামতির কাব্য লেখা হলো না আর
ভাগাড়ের গল্প ছাপাতেই ব্যস্ত স্কয়ার।
চিরায়ত
কতদিন পর এই ফেরা
অপলক নির্বাক তাকিয়ে থাকা।
এক দৃশ্যে কত ছায়াদৃশ্য
স্মৃতিকাতরতা
মাতৃস্নেহে তোমার ভরে ওঠা স্তন।
কাছে আসতেই অবচেতনে
ছোট হয়ে আসি—
আরও কাছে আসি
বুকে মুখ গুঁজি—
আশ্রয় খুঁজি
হয়ে উঠি যুগপৎ
সেই চির চেনা
চিরবুভুক্ষু
শিশু ও প্রেমিক।
মন্তব্য