পাপতরা
পাপতরা কই পাপতরা?
. পায়রার খোপে খোপে আজ
. বরজের সাপ!
পান্তাভাত খাওয়া মানুষের পরিতাপ!
পায়ে পায়ে আজ—
. উপেক্ষা ও বারোভূঁইয়ার চাপ!
মহিমাগঞ্জের মহিমা হারাই!
. বারদুয়ারিতে কারা থাকে?
বারোমাসে কষ্ট বেশি
. দুর্বল হয়েছে মাংসপেশী!
ভালুকজাতীয় প্রাণীর উৎপাতে
ভিটেমাটি থেকে—
. পান্থজন হয়ে পড়ি!
ত্রাণকর্তা আজ
অগ্নিউপাসক হয়ে—পূণ্যতোয়ার জলও বাস্প করে
চোখের জলও টেনে নেয়!
পায়ের গোড়ালি দুর্বল হয়েছে
রূপালি মাছের দেখা নেই—
. শস্যভোজী হয়ে
নিজের মাঠেতে নিজের সমাধি নেই!
ডোরাকাটা মানুষেরা দখল নিয়েছে
ধীরপদে পুকুরপার—অবারিত মাঠ
. প্রদোষকালে প্রদাহ বাড়ে—
প্রাণঘাতী রোগ প্রাণে বাসা বাঁধে—
ও প্রাণকান্ত প্রাণ বাঁচাও না কেন?
. পাপতরা কই পাপতরা!
.
লাবণ্যচঞ্চল
অবিন্যস্তার মধ্যে কখনো কখনো
কোমলতা ও স্নিগ্ধতা পাই—
. হুকুম না মানার ও না জানার স্বাদ পাই
. অলঙ্করণ ভালো লাগে না সবসময়ে—
. ত্বরণ জাগে না!
. প্রস্ফুটনের সময়ে শৃঙ্খল থাকে না—
. সূচিপত্র বা নির্ঘণ্ট দেখে
. সব গ্রন্থ পড়তে পারি না!
. ওলট-পালটের ভেতর
. ছন্দভঙ্গের ভেতর
. লাবণ্যচঞ্চল হয়ে উঠি—
.
সুলুকসন্ধান
মানুষই অন্ধিসন্ধি খোঁজে
. ঘুঙুরও পরে—
. জলযানে নাচে!
. কত ধরনের পরিধেয় নিয়ে
. ঘাঁটির রক্ষক হওয়ার পরও
. লেজের ঝাপটা দেয়
. গুঁতো দিতে ছাড়ে না!
এইসব মনে হয় সুলুকসন্ধানে—
. এইজন্য তোমার মতই
. মাঝে মাঝে সাঁঝে
. আমারও মনটা কান্দে!