ভস্ম
মিথ্যে বড়, মহিমাময়
বলো তুমি কথায় কথায়
শুনতে বড় আরাম লাগে
তাই শুনে যাই পরমবুদ্ধ
অন্তরেতে ঘেন্না জাগে
বিশুদ্ধ আজ, এই হলাহল
নোংরা তোমার নিয়মরীতি
খেলতে খেলা আমিও পারি
ধ্বংস জানি অনিঃশেষে
প্রেমের পথে, নাই চাতুরি
গলাতে বিষ, জটাতে সাপ
ভালোবেসে কাঙাল বড়
তাই সহজে আঘাত করো
ফিরতি জানি ফিরাবো না
সমস্ত ছাই, এ সংসারও!
স্বমহিমা
ব্যথা এমন নিখুঁত করে দাও ছড়ায়ে
চতুর্পাশে, বুকের ভেতর, বাহিরপানে
বুঝতে তোমায় পারিনে আর
বুঝি কেবল, সব বুঝিনে, আবরণে
ছলনাতে তোমার সমান, হয় ভগবান
বাজতে থাকে, বাজতে থাকে প্রেম
ছল কেবলই প্রকাশ্য হয় সময় গেলে
তোমার বলা, তোমার চলা
অনেক, অনেক গভীর জলে
মিথ্যে সকল এমন মধুর, যেন নূপুর
শুনতে থাকি, যা বলো তাই নিরুত্তরে
জানি কথার চেয়ে ব্যথা ভালো
সইতে পারলেই লোকে সুখী
আগুনে ছাই, হয় আগুনে আলো
বাজো তুমি কৌশলে খুব, মন মানে না!
করালী
চরণ তোমার, চিতার সম
গালের তিলে আগুন জ্বেলে
যেন জ্বলে আছেন স্বয়ং কালী
মরতে আমার ভাল্ লাগে না
তবু বক্ষ পাতা চিরকালই
হৃদয় মাঝে, শ্মশানঘাট
জ্বলছে আগুন দিবানিশি
শোকের নদী শুকায় না আর
ভালোবাসার কাঙাল মানুষ
ছাই হয়ে যায় একশোবার
দেহজুড়ে, চন্দন বন
খড়গ্ হাতে বেড়াও ছুটে
প্রেমে লোকে পাতছে গলা
দ্বিখণ্ডিত স্বভাব তোমার
দুলছে মৃদু মুণ্ডুমালা
লোক ভোলানো, নিয়ম জানো
নির্বিকারে যে ভোলানাথ
সংসারে তার তুমিই কেবল
হে বরাভয়, হে অপরূপ
আগুনই আজ, কুসুমকোমল!