খুব করে চেয়েছিলাম
আমি খুব করে চেয়েছিলাম আবার তুমি আসো
শীতের শেষের মধুরিমায় পূর্ণ বাহারি বসন্ত হয়ে,
পাতা ঝরা গাছে তোমার প্রেমের কুশি গজাক
সম্পর্ক চির সবুজ থাকুক হৃদয়ের পর্ণমোচীতে,
রঙিন সুবাসিত ফুলে ভরে উঠুক হৃদয়ের মাঠ।
আমি খুব করে চেয়েছিলাম আবার তুমি আসো
সেই নবীন প্রেমিকের মতো গুচ্ছ গুচ্ছ ফুল হাতে,
তোমার প্রেমের জলে আদরের লাঙল চালিয়ে
উর্বর করে নাও আমার হৃদয়ের বিরানভূমি,
বারো মৌসুমি ভালোবাসার ফসল ফলাও তাতে।
আমি খুব করে চেয়েছিলাম আবার তুমি আসো
শুকিয়ে যাওয়া নদীকে ভরা যৌবনে ফিরিয়ে দিতে,
আবার হাজার কবিতা লেখা হোক ডায়েরির পাতাজুড়ে,
আকাশে তারা উঠুক, চাঁদ উঠুক, বন্দি পাখি উড়ে যাক
প্রকৃতি সাজুক আরও একবার নতুন বাসন্তী রূপে।
আমি খুব করে চেয়েছিলাম আবার তুমি আসো,
খুব করেই চেয়েছিলাম আরও একবার ভালোবাসো।
ইশ্
তোমার মনে আছে ‘মেঘলা প্রিয়ন্তী’
প্রথম যখন তোমায় ভালোবাসি বলতে বলেছিলাম
তখন তুমি ভালোবাসি না বলে, বলেছিলে, ‘ইশ্’।
এই তো সেদিন, সোনালি বিকেলে যখন
তোমার চুলে বিলি কাটতে চেয়েছিলাম
তুমি মিষ্টি হেসে বলেছিলে, ‘ইশ্’।
মনে কি পড়ে গোধূলিলগ্নে নদীর তীরের
বটগাছের নিচে যখন তোমার হাত ধরতে চেয়েছিলাম
তখনো তুমি হাত সরিয়ে বলেছিলে, ‘ইশ্’।
নীলাভ খামে বলেছিলাম চিঠির উত্তর দিতে
তুমি উত্তরও দিয়েছিলে তবে সেখানেও লিখেছিলে, ‘ইশ্’।
ঘন বর্ষায় তোমার জন্য একগোছা কদম নিয়ে
যখন তোমায় বিয়ে করতে চেয়েছিলাম
তখনো তুমি বলেছিলে, ‘ইশ্’।
‘ইশ্,ইশ্,ইশ্’
তোমার এই ইশ বলাটিই
আমার ভালোবাসা, আমার প্রেম,
আমার হৃদপিণ্ড, আমার জীবন।
এই অব্দি তোমার শেষ চিঠি আর
আমার বলা শুরু:
জানো তো আজও ইশ বলে উঠি
তবে কারও ভালোবাসার জবাবের প্রতি-উত্তরে নয়!
প্রচণ্ড যন্ত্রণা, কষ্টের অগ্নিলাভা
তোমাকে হারানোর তীব্র, প্রখর ব্যথা
আজও আমাকে বলিয়ে নেয়, ‘ইশ্’।
পাশে আজও একটি পুরুষ আছে,
দামি গহনা, গাড়ি, বাড়ি সব আছে,
এই তো সেই একই আকাশ, একই জায়গা
শুধু তুমি কোথাও নেই,
আছে শুধু বিষণ্নতা;
যা আজও আমাকে বলিয়ে নেয়, ‘ইশ্’।
তুমি এলে না
তুমি এলে না বলে
জুঁই, চামেলী, চন্দ্রমল্লিকা ফুটলো না,
পাখির কুজনে আহ্লাদী শহর নাচলো না!
তুমি এলে না বলে
রাঙা গোলাপের কলি পাখা মেললো না,
ভোজন রসিক ভোজনের থালায় বসলো না!
তুমি এলে না বলেই
সুরের মূর্ছনায় পৃথিবীটা হাসলো না,
কৃষ্ণচূড়ার ফুলে কোনো খোঁপা সাজলো না!
শুধু তুমি এলে না বলেই
তোমার প্রেমিকা ঢলে পড়লো জলে
তোমার প্রেমের ছিপ নৌকা
তার কাছে পৌঁছালো না!
তবু তুমি এলে না।