তুমি নেই
দশ বছর আগের ওই প্রোফাইল পিকটা
তখন শাড়ি ছিল হলুদ, এখনো আছে সেটা
টিপটা জোগাড় ফের করা যাবে
বসন্তের ফুল আবার ফুটে, আমার চুলে মালা হবে।
শীত পেরিয়ে বসন্ত আসবে, আসবেই,
তুমি? তখনো ছিলে না এখনো নেই।
আকাশের কোনো মূল্য হয় না
অত দামি জিনিসটা কিনবে কে বলো?
বিলিয়েই তাই দিতে হলো তাকে
যেমন দিয়েছি তোমাকে
বিলিয়েই।
নক্ষত্র ভরা রাতে, চুপিচুপি দাঁড়াই, জানালাতে
কাকে যেন খুঁজি হয়তো তোমাকেই
কেন যেন হারাই মন খারাপেই।
পাখিগুলো ঘুরে ফেরে, রোজ-রোজ সারাদিন
আমারো তো চলাফেরা , সারাক্ষণ প্রতিদিন
আলোর টিপ আঁকি, মাঝেমাঝে চাইলেই
আসলে না শুধু তুমি, কেবল ভাবালেই।
যে সাগরে অশ্রু
অশ্রুর সাগরে ডুবে
এখন নাকি তুমি পদ্ম ফোটাও,
সুরভীতে তার অনেকেই মজে
গন্ধে পাগল প্রায় আরও কেউ কেউ।
ব্যথার এই নীল সাগর যদি কবিতার বাথান হয়
কষ্টগুলোকে কোরাল করে রেখো,
কে না জানে, তাতে অনেক বিষ
ছুঁতে নেই, হবে সব ডিসমিস।
দুঃখ সাগরে ফুল ফুটিয়ে রেখো,
লোনাজলে যাক কেবলই ঢেউ খেলে
নিজের সাগরে থেকো আকণ্ঠ ডুবে
কে খোঁজ রাখে, কে অপেক্ষা করে?
সকলেই চায় শুধু তরী ভাসাতে
খোলা হাসির বাতাসে তোমার, পাল ওড়াতে,
চোখের জল থেকে উৎপন্ন সাগরে
তাই কি ডুব সাঁতারে ডাকো, একলা আমারে?
হাতটা ধরো
হাতটা একটু ধরবে আমার?
পাড়ি দেবো গিরি দুর্গম, আর
নিশ্চুপ রয়ে যাবো অসীম শিহরণে
পৃথিবীর ছায়া রেখে যাবো, পৃথিবীর প্রাণে।
চলো ভাসি আজ অসীম অসীমতায়,
শূন্যতা যেখানে কাব্য করে যায়
ভরহীন ভারহীন ভ্রমণ, এমন
অদৃশ্য থেকে, কে যেন ডাকে, আয়!
প্রিয় স্পর্শ আনে নিবিড় স্বপ্ন
সামনে যা ই থাক
ভরসা অন্য
একলা নয় কেউ, সমাপ্ত ক্রন্দন
অনুভবের এত রঙ, সব তার জন্য।
হাতটাকে শুধু ছুঁয়ে দাও আমার,
রোমাঞ্চ কাকে বলে, একবার দেখবো
কোথা থেকে কোথায় যে, উড়ে চলে যাবো!
কে বলে উড়তে ডানা লাগে? না তো!