লুডু ভাই
ইতিহাস গলে লুডু ভাই লুডু খেলে মাস-ভর
থাকে ছোট সাপ বড় শাপ উঠার মই-আট্টা
দিল-দরিয়া নাড়া দিলে উঠে সুখ থরথর
দিল এ চোট্ লাগে পড়ে যদি নিজেরি ঘাটকা
লুডু ভাই সাত ভাই করে দর কষাকষি ঠুশি
কিছু পড়শি বিষ খেয়ে তা গো দেয় আগুন
আছে চাঁপাফুল বোন তারেও মারিবে জশি
হাতের দিন শেষ মারো মাথার বুদ্ধি ফাগুন
আমাদের বাগধারা প্রবাদ প্রবচন কুটিরে
শুধু ঘ মাখা ভরা, নাই তে ছোটাছুটি
কঠিন দেয়াল মাখা ফাঁকতাল বড় পুঁটিরে
শুধু খুঁটাখুঁটি পটল তোলা নয় ছয় গুটি
দিন শেষে এই বুঝি উঁকি মেরে যায় সুযোগ
ঊণ-কিছু পেলেই পিছু থেকে মারো গো টান তারে
দাও না এগুতে তাদের, আনন্দে দাও হেইয়া যোগ
মনে ভজিও কিন্তু তুমি মুই একই স্রোত যান
লুডু ভাই লুডু খেলো সবাই আরও বেশাবেশি
বাদ রেখে যত ফুটা ফুটি করো যোগ সৃজনের
হও স্বশিক্ষিত ধর দেশযোগ কর মেশামেশি
অসম ভাবনা দূরি কর একই পতাকা ভজনের
ছোঁপের ছবি
নিংডে পাতা কালো ছোঁপের তুলি
পুকুর জলে স্বাস্থ্য লতার ঝুলি
শ্যাওলা পাতা ডুবো জলের আঁচে
মাছেরা সব হরহরিয়ে বাঁচে
রাঁধার রমন চিল্লা মারে জোরে
কৃষ্ণঘাটে শত রাঁধা আছে ঝুলে
সিথার আগুন দেখার ফাগুন
রাবণ জ্বলা ধৈর্য শেখায় তারে
চণ্ডীদাশে রাধা কৃষ্ণ লীলা করে
চৈতন্যের রাধা কৃষ্ণ মহত স্বরে
মানবকুলে আছে তারা ঝুলে
পাপ পুন্যে হিসাব নিকাশ ভরে
জলে স্থলে চলছে যাপন খেলা
মাঝে মাঝে পালিয়ে থাকার ভেলা
মাছের কথা মানুষ কথা পালে
পৃথিবী দোলে তাদের যুগ্ম ফালে
কাদার মিছিল
ক্ষেতের পোড়া আলদাগে খোলা আছে আগুন পাখি
মাঝে মাঝে দিই সেতুবন্ধন ধোঁয়া মাখা শিশির
মাটি ভেঙে দেখি সোনা হয়ে যায় অবাক আঁখি
কালের পটি ভেঙে ওঠে নরম কাদার নতুন মিছিল
পুকুর জলে দিঘির তলে জল-জলাঙ্গ স্থলের
কানামাছি খেলা খেলে গেলেও ভয়ের কিছু নেই
মাঝেমাঝে দোলা দেয় আমার আঁতুড় চিহ্ন ঘের
পুরনো লকেটে তোলা আছে পাল কালের খেই
ঋতুর সহজ ব্যাকরণ নিভে বারমাসি ফলে!
ছেয়ে গেছে হাটখোলা, ভারি তার কদম্ব তলা
মাটির শরীর বন্দ্যা করি নিষ্ফলা হই দলে দলে
পুষ্টি গুণ পিছা মেরে খাই জাউভাতের দলা
স্বকাম তুলে মত্ত করি নিজের শরীরের খাট
নিজ যমুনার জল ফেলে তুলি শুধুই ঢেঁকুর
ভুলে যাই চিরচেনা কুল দেশি মাঠের লেপা দাগ
বুঝি না তার সোনা দানাতেও আছে ঘট আকর