নিউজিল্যান্ড এখন দূরবর্তী কোনো দেশ নয়
আমাদের ছেলেরা সে দেশের মাঠে গিয়ে ক্রিকেট খেলে
আমাদের আত্মীয়জনেরা স্থায়ীভাবে করে বসবাস
পৃথিবীটাই এখন এমনই এক গ্রহ—যা এখন পুরো হাতের মুঠোয়
শ্রীলঙ্কা আরও কাছের দেশ
ইতিহাসের কণ্ঠলগ্ন হয়ে একই পুরাতত্ত্ব নিয়ে
. একই জলের সমুদ্রে জাহাজ চলে
সেই জাহাজে চড়ে আমাদের লোকেরা বাণিজ্যে বসতি স্থাপন করে।
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় মানুষ হত্যা করা হলো
কাছাকাছি সময়ে,
নিরীহ মানুষ হত্যা করা হলো কেন?
. কী অপরাধ তাদের?
কেউ মসজিদে নামাজ পড়ছিল
কেউ গির্জায় প্রার্থনা করছিল
কেউবা পথে ও করিডোরে হাঁটছিল
কেউবা ভ্রমণে গিয়ে সমুদ্র দেখবে বলে
. —অপেক্ষায় ছিল!
হত্যা করা হলো শিশুদেরও
যারা জন্ম নিয়ে ভেবেছিল—
এই পৃথিবীর যেকোনো ভূখণ্ডে জন্ম নিলেও
প্রত্যেক মানুষই নিরাপদ ছায়া দেবে
ছায়ায় ছায়ায় তারা বেড়ে উঠবে
. তারা তো কচিমুখ চারাগাছ
না, তাদেরও হত্যা করা হলো!
. হত্যা করা হলো বাংলাদেশের অতিথি মানুষকেও!
হঠাৎ কুড়ুলে মেঘের বজ্রাঘাত
হঠাৎ নদী শুকিয়ে গিয়ে অগ্নিবাণ
হঠাৎ ভূকম্পনে দুমড়ে-মুচড়ে পড়া
হঠাৎ পাহাড় চূড়ার বরফ গলে বন্যা!
ধর্মে ধর্মে বিভেদ টেনে এনে হত্যা
. —মানুষকেই!
এ-কোন্ মানুষের কাজ!
গোত্রে গোত্রে বিভেদ টেনে এনে হত্যা
. —মানুষকেই!
এ-কোন্ মানুষের কাজ!
সম্প্রদায় সম্প্রদায় বিভেদ টেনে এনে হত্যা
. —মানুষকেই!
এ-কোন্ মানুষের কাজ!
মানুষ যদি বা মানুষ না হয়
এই সভ্যতা টিকে থাকবে?
এই কাণ্ডজ্ঞানের কাণ্ড লুপ্ত হয়ে যাচ্ছে!
লুপ্ত হয়ে যাবে সেইসাথে
. এক এক করে শ্রেয়োবোধ!
লুপ্ত হয়ে যাবে সেইসাথে
. এক এক করে আত্মীয়তাবোধ!
লুপ্ত হয়ে যাবে সেইসাথে
. এক এক করে মমত্ববোধ
লুপ্ত হয়ে যাবে সেইসাথে
. এক এক করে মনুষ্যবোধ!
বিষণ্নতা-মনভাঙা-বুকভাঙা
হাত কামড়ানো মাথা চাপড়ানো আঙুল কামড়ানো
বিলাপের মধ্যে,
হতভাগ্য-দুর্ভাগা ও দুরদুষ্ট হয়ে দেখি—
সজিনা গাছের পাতা সতেজ হওয়া পর্যন্ত
. তারা পছন্দ করে না,
মোহঘোর ও ভাববিহ্বলতা নিয়ে
. তারা প্রকৃতিবিরুদ্ধ,
লালসা ও লিপ্সার ইচ্ছেপত্র খুলে
করোটি ও কঙ্কাল নিয়ে ড্রামের ঢাকনা বন্ধ করে দেয় যেন,
চিত্তগুহার ভেতর কত গুহা লুকিয়ে রেখেছে তারা
সে-সব গুহায় বাস করে সর্প ও হিংস্র জন্তু,
সজ্ঞানে নয় অজ্ঞানে নিজেকে
সজ্জিত করেছে কত গভীর অন্ধকারে
. অন্তর্জগৎ হারিয়ে গিয়েছে তাদের,
তারা টের না পেলেও গন্ধমূষিক টের পায় অন্ধকারেও!
বিভেদ-বিরোধ-বিভাজন ছেড়ে
এই সভ্যতার এতদূর আসা
. হঠাৎ তা থমকে গেল আবারও!
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায়—
দানবীয়-নারকীয় আত্মধ্বংসী আকাঙ্ক্ষায়
মতিভ্রমের মধ্যে গিয়ে দিশেহারা হয়ে
মরীচিকার পেছনে ছুটতে ছুটতে
সোনার জলে পালিশ করা মুকুট খুঁজতে খুঁজতে
. কনকনে অনুভূতি নিয়ে
হিংসাপরায়ণ হয়ে আমাদের ব্লাকহোলে নিয়ে যায় তারা!
তারা আয়ুষ্মান হবে নাকি আমরা হবো?
এই রৌদ্র-বৃষ্টি ও উর্বর মাটিতে?