কবিতার মতো বিস্ময়
মন বোঝে না বালিকা, শুধু নাকি ভালোবাসা বোঝে!
শুনে শিহরণ জাগে দেহে, মনে লাগে
বিস্ময়!
জানালায় হাওয়া, জানালায় তুমুল শ্রাবণ
জলজ-বাতাসে দোল খায় ঝাউ গাছ
তুমি পর্দা সরালেই হঠাৎ আকাশ চমকায়
কী আশ্চর্য বলো—
সব বুঝি, বুঝি না শুধু বাতাস ও বৃষ্টির
সলাজসঙ্গমে কেন উড়ে যায় নিঃসঙ্গ চিল,
কেন মিলিয়ে যায় আকাশে মেঘে-মেঘে!
তোমার হাসির শব্দ, বৃষ্টিরসঙ্গীত
গাছের পাতায় শব্দ—এও এক বিস্ময়-রহস্য!
কেউ কেউ কবিতার চিত্রকল্প বোঝে, বোঝে ছন্দ
কেমন করে দূরত্ব বাড়ে মানুষে মানুষে—শুধু
এইসত্য বোঝে না বালিকা,
আহা মন! প্রেম জানা বালিকার দুচোখে বিস্ময়!
মন্তব্য