স্বপ্ন
কিছু স্বপ্ন পথেই পড়ে থাকে
কিছু গল্প কখনো বলা হয় না
কিছু মানুষ অচেনাই থেকে যায়
কিছু ভালোবাসা পথেই বিলোয়।
আমার স্বপ্ন ক্রমশ অস্থির হতে হতে
মেঘ হয়ে যায়।
মেঘের ওপারে তাহাদের ঘর
স্বপ্নে সাজাই স্বপ্নেরই বাসর।
এ কথা বলে রাখা ভালো যে
মানুষ মরে গেলে ফড়িঙ হয়ে যায়।
স্বপ্ন-০২
কিছু স্বপ্ন গতিহীন
ক্রমশ ঘুরে ফিরে
আবার একত্রিত হয়
শহরে শহরে।
তোমাদের শহর
বড় লাজুক ও কর্মময়
ফলত শহরময়
স্বপ্ন ঘুরে বেড়ায়।
সেই শহরের এক কোণে
পাড়া নারুলীতে
বাস করে কবি একজন
স্বপ্নের বিপরীতে।
নষ্ট
নষ্ট হওয়ার ইচ্ছে আমার দীর্ঘদিনের
ভ্রমণক্লান্ত মানুষেরা নষ্ট হয়ে
যেমন প্রকারভেদে ঈশ্বর বনে যায়।
একবার আটাশিতে নষ্ট হয়ে
পিতা হয়ে গিয়েছিলাম
আর একবার ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, সভাপতি।
এবার আমি নষ্ট হয়ে গদ্য হতে চাই।
মন্তব্য