জউফুল–২
গোপন করার কিছু নেই, গোপনীয়তাকে স্বভাববিরুদ্ধ রেখেছি বহুদিন। যাবতীয় গোপনীয়তা বহুবার প্রেমিকাদের কাছে প্রকাশ করেছি অবলীলায়। মাথার মধ্যে কবিতা ঘুরছে অথচ প্রকাশের মতো ডালপালা খুঁজে পাচ্ছে না কবিতার সুন্দরবন!
দুঃখভারাতুর প্রেমিকারা কেউ কেউ মাতৃছায়ায় রচনা করেছে কুসুমিত ভোর। কেউবা বহতা নদীর তীরে প্রাচীন বটগাছের মতো ঠায় আমাকে দাঁড়িয়ে রেখে নিজেরাই বয়ে গেছে কর্ণফুলীর খরস্রোতে…আর আমি পথের মাঝে পথ হারিয়ে নিজের চিবুকের দূরত্ব মাপছি, কেননা নিঃসঙ্গতার দৈর্ঘ্য-প্রস্থের সমীকরণে আজও আবুল হাসানের সুখ্যাতি বহুজনে শ্রুত আছে। ফলে, কামব্যাক টু দ্য রিমেম্বার—তুমি ছাড়া এই গ্রহে অন্য কোনো কবিতা হয় না, হবে না কোনোদিন। তুমি ছাড়া, তুমি ছাড়া…
জল। সমতল। সন্তরণ।
দিঘির জলই ভরসা। সমুদ্রের অশান্ত উন্মত্ততা টানলো না কোনোদিন, সেই অর্থে নদীমাতৃক অববাহিকাই সই। ব্রহ্মপুত্র কিংবা মধুমতিকে তো যমজভাই যমজবোন বলেই মান্য করে আসছি বহুদিন থেকে। হাওয়া বা দিগন্তরেখা বরাবর পাহাড় তবু বাধা হয়ে থাকলো। তাই সমতলী মনে ধরে আছি ভাঙা নাটাই, ছেঁড়া সুতা। বছর কয় আগে এক শান্ত দিঘির জলে দেখলাম—ভিজে যাচ্ছে কার আঁচল-ছায়া, অন্যমনস্কতা সেই নির্জনে এতটাই জলমগ্ন করে তুলেছিল যে, জলের নৈপুণ্যেই ছিল সকল মনোযোগ। ফলে যার আঁচল, সে অগোচরেই থেকে গেল ওই নির্জলা দুপুরে।
আমার বন্ধুরা তখনও সিগারেটের ধোঁয়ায় গোলক আঁকছিল শূন্যের ক্যানভাসে। আর আমি যাবতীয় শূন্যতাকে অতিক্রম করে আজও সেই সুনসান দুপুরটারেই খুঁজি, একলা রোদে সমতলী হাওয়ায় দেখি—জলের সন্তরণ!
ইভা ব্রাউন
ভাঙা গবলেট থেকে গড়িয়ে পড়ছে সুগন্ধী শ্যাম্পেন। দীর্ঘ হতে থাকা অশ্রুর সীমানা পার হয়ে যায় বার্লিন। ভুল হয়ে যায় ভালোবাসার দেশ…খুন হয়ে যায় ফুল। মিকেলেঞ্জেলোর ‘দ্য লাস্ট জাজমেন্ট ডে’ তবে দেখে নিও ফুরে। শক্তি সাহসই বার্লিনের প্রাচুর্য হবে একদিন। প্রবল বৃষ্টি বা বারুদের গন্ধেও থেকো তুমি অবিচল বিষণ্ন বাংকারে। বন্ধ থাকুক একবেলার যুদ্ধঝংকার, বসন্তধ্বনীতে মুখরিত হোক চারদিক—চেরি ম্যাগনোলিয়ায় ডালে ডালে সটান ঝুলে থাক ট্যাংক কামান বন্দুক। আর দক্ষিণের হাওয়ায় উড়ে যাক সব প্রলয়ের দামামা সাইরেন। বাল্টিক-মেডিট্যেরিয়ান জুড়ে শত শত পালতোলা জাহাজ ছুটে যাক দিগ্বিদিক সফেদ টিউলিপ হাতে, দেশ-মহাদেশে…
ফুরে, ওই শুনুন ফুজি-হোক্কাইডো থেকে ভেসে আসছে বিশুদ্ধ মহুয়ার অকারিনা
: আমরা পরাজিত হতে চলেছি ইভা…যদি সত্যিই তাই ঘটে?
ফুরে, আমি আপনার সঙ্গেই আছি
: আমি নিজেকে হত্যা করতে চাই, আর তুমি?
ফুরে, আমি আপনার সঙ্গেই আছি
:আমার সুখ এবং দুঃখের চিরসঙ্গী তুমি ইভা ব্রাউন।