ইচ্ছেগুলো
খুব ইচ্ছে করে প্রিয় পথ ধরে হেঁটে যাই নৈঃশব্দ্যের দিকে
আগত সন্ধ্যার বাতাসে থাকুক কিছু মাদকতা
আঙুলে উঠুক ফুটে কথার খই
পাখিরা যতই শোনাক ফিরতি সংগীত
আরও ঘনিষ্ঠ হবো যূথবদ্ধ হাতে
আকাশে পাহারা দিক একলা চিল—
পাতার ফাঁকে উঁকি দিক চিলতে চাঁদ
পৃথিবী প্রেমময় হোক এই স্লোগানে
চুম্বনে মেতে উঠি, চলো—
সড়-সড় ধ্বনি তুলে পাতারা হাসুক
ইচ্ছের নদীতে আজ তুমুল সাঁতরাক রঙিন মাছ
তার নামে থেমে যাক আজ যাবতীয় কাজ।
প্রেম
যতদূর চোখ যায়
যতবার মুখ রাখি আয়নায়
ভেসে ওঠে তার মুখ হাজারটা বায়নায়।
আনমনে এঁকে যাই হিজিবিজি কাটাকাটি
ফুটে ওঠে বারবার তারই আদল
হৃদয়ে বেজে যায় সকালে কি সন্ধ্যায় কার নামের মাদল–
আমি মরেছি, মরে গেছি
রিমঝিম, রিমঝিম ঝরেছে প্রেমেরই বাদল…
জীবন
চারদিকে মৃত্যুর জিকির
সকালগুলো পায়ের কাছে পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে
তাকে কাছে ডাকি, পিঠে হাত বুলাই,
বলি–এইবার বেঁচে উঠবো, দেখিস;
খুব গল্প হবে, গানও
তারপর গর্তে ঢুকে পড়ি।
দুপুরে উঁকি দেই, দেখি,
সেও বিছিয়ে রেখেছে ক্লান্তির চাদর
আমি তাকে ভোলাই, বলি, বিকেল আসুক;
তারপর সন্ধ্যা আসে, আসে রাত্রিও।
মৃত্যু আর আমি গলাগলি করে এক বালিশে শুই
খুব গল্প হবে ভেবে—
মুখ বুঁজে থাকতে থাকতে মৃত্যু অতিষ্ঠ হয়ে
আমাকে ছুড়ে ফেলে—কখনো আমি…