গিলোটিন
আসুন, আমরা বরং দেশের মাপের খাচায় ফিট করি স্বাধীনতা
দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতায় রেখে যথাযথ
ঠিক করে নেই কণ্ঠ তোলার মাত্রা শাসন-শেকলের ঝনঝনানিতে
দেখেও না দেখার শর্তে নির্ধারণ করি দৃষ্টির সীমা-পরিসীমা
উহাদের কথামতো
হোক না হোক দুঃখ দিয়েই মাপজোখ হোক জীবনের গভীরতা
মনুষত্বের পরিমাপে থাকুক মাপকাঠি—দলদাসের আনুগত্য
নিবিড় মুনশিয়ানায় বঞ্চনার এককে মাপি
বেঁচে থাকার বিস্তার
আসুন, দল বেঁধে প্রাণওয়ালা ফসিল হওয়ার আগে
অন্তত
মরতে শিখি একবার
প্রতিচ্ছায়াহীন আয়না
সব পতনই সশব্দ
. অশ্রুত কেবল মানবিক স্খলন
আত্মায় পচন—ঘিনঘিনে ঘা
অবিরল প্রবাহিত পুঁজ, হৃদপিণ্ডে
শিরায়-ধমনীতে রক্ত নয়—
. গরল, স্রেফ গরল বয়
এসবের কিছুই ধরা পড়ে না চেহারায়
চোখের তারা থেকে শুধু
আলোর ঝালরটুকু মুছে যায়…
আপস
স্তূপিকৃত ক্ষোভের বারুদ ক্ষয় রোগ হয়ে
কুরে কুরে খায় বুক ও বিবেক
তবু জাগে না লোকালয়
. গ্রাম
. গঞ্জ
কফের শব্দ ছাড়া খোলে না গলা
গুমরে মরে ভয়তন্ত্রী দণ্ডের নিচে জীবন
তবু ফুঁসে ওঠে না; উঠবে কি কোনোদিন?
ঘষটে ঘষটে পথ চলে অন্ধ
কালা
খঞ্জ