অভিসারের গল্প
আমি গুনতে পারছি কিংবা পারছি না
কতটা সময় তোমাকে ছুঁই না
তোমার আলসেমিকে জাগানো হচ্ছে না
অনেক্ষণ হয়ে গেলো বুঝি কিংবা অনেক কাল,
যাই হোক দূর আর অদূরের মাঝে
আমাদের আঁকড়ে বাঁচার অভ্যাসের
নামই তো ভালোবাসা,
আর সেখানে এতটুকুও অপূর্ণতা নেই
তা আমাদের ঠিকঠাক জানা হয়েছে
একটা অভিসারের গল্পে…
অন্তর মন্তর
আজন্মকালের অজানা পথে হেঁটে চলা
তিয়াসি নাগিন এর ডুবে মরা
এ কোন বালুচর!
কাপালিকের মন্তর বীণে
সর্বনাশী ঝড় বহে নিরবধি
কোন নৈবেদ্যে এ নাগমুক্তি?
মিটিবে প্রেমাসক্তি…
অন্তহীন কবিতা
লাজরাঙা পেজা মেঘ
আর গোঁধুলি বেলার সূর্যের লাল টিপে
সাজিয়েছো নীলাদ্রি তুমি,
বন্ধুর পথে মুঠোপুরে সুখ মেখে
জারুল ঘেরা বুনো মনে আবাস পেতেছো
অনন্ত তুমি
আঙুলে আঙুল গলিয়ে অনুভূতির স্পন্দনে
বপন করেছো অবাধ্য এক নিয়তি তুমি…
মন্তব্য