অনুভবে অবয়ব
ক.
একটি পিঁপড়া
আমার পা’কে ভাবছে
. রজনীগন্ধা-সেতু
আর আকাশ ভাবছে
আমার মাথাকেই
খ.
সন্ধ্যা হতে না হতেই
কুকুরের আরাধনা ভেঙে
লাল বউ জেগে ওঠে—
দীর্ঘতম আঙুলটি
. খরস্রোতা নদী
গ.
রাত্রি হবার আগেই
তুমি ঝাঁপ দিও
. জঙ্ঘার নীলিমায়
কেননা এখনই
দেখা যাচ্ছে হরিণ-সড়ক
ঘ.
এক লিবিডো-তাড়িত মাছ
ভেঙে ভেঙে খাচ্ছে
কৃষ্ণপক্ষের চাঁদকে
কেন ঘুম আসে না তোমার
. বিড়াল-যুবতী?
ঙ.
একটি বেদনা
বুক থেকে মুখে এসেই
. নিখোঁজ হয়ে গেল
তুমি কিন্তু জানতেও পারলে না
তাঁর শেষ ইচ্ছা ছিল—তোমার দৃষ্টিতে সে মাস্তুল হবে
মন্তব্য