হৃদস্পন্দন
যা তোমার হাতে তৈরি করেছো—তা রক্ষা করো
. তা আগলে ধরো!
এত কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়েছে
. রাত্রিতে ও দিনে
চৈত্রমাস শেষে বৈশাখে থাকবে কি ঋণে?
পরমায়ু দিয়ে—
. যা করেছ দু’হাতে নির্মাণ
কে করে তা বাতিল ও লয়!
পরিব্যাপ্তিতে তোমার জয়—
ছন্দ ও অলঙ্কার—তুমি তো দিয়েছ ঐকতানের আকার।
বীজ ও অঙ্কুরে—
. ঝুলনপূর্ণিমা থাকে না কখনো দূরে!
শক্তি ও সামর্থ্য
. রাখো নিজেরও—
জলের প্লাবনে—টাইফুনে ও ভূকম্পনে
সৃষ্টি যেন বেঁচে থাকে তোমার হৃদস্পন্দনে!
অতিমাত্রা
অতিমাত্রায় নিজেকে খরচ করে ফেলে
এখন নিজেকে ছাই দিয়ে ঢেকে রাখো?
. একসময় বেশিমাত্রায় উপছে পড়েছ!
. নিজেকে ঢেলে দিয়েছ যত্রতত্র—
সীমাতিরিক্ত সীমানা পার হয়ে কোথায় গিয়েছ?
. কোন্ নদীজলে প্রবাহিত হলে?
মাত্রাধিক দয়ালু হওয়ার পর
. বৃষ্টির সময়ে
. তোমার ঘরের ছাউনি থাকেনি—
ভিজতে ভিজতে অতিমাত্রায় অবসন্ন হয়ে গেলে!
স্থলপথে স্থূল লোকেরা হইচই করে
নিজে নিজেকে না বাঁচালে—কে বাঁচাবে তোমাকে?
আঁটোসাঁটো জীবন
গেঞ্জি পরে রোদে হাঁটতে হাঁটতে
আঁটো জীবন আরও খাটো হয়ে যায়।
. দরকষাকষির মধ্যে পড়ে যাই!
চতুরতার সাথে যারা নিজেদের বেচাকেনা করে
তারা এখন অনেক বেশি লাভবান হচ্ছে।
উদ্যানপালক নিজের বাগানে
ছেঁড়া জামা পরে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে
যদি সে অমনোযোগী—খানিকটা অসাবধানে থাকে
ঘোড়া চালানোর চাবুক
. তারও পিঠে পড়ে যেতে পারে।
অগ্নিময় ও প্রখর প্রহরে—
আঁটোসাঁটো জীবন আর কত খাটো হবে?