সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশিত ‘৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি’ সর্বনিম্ন ২৩৯০টাকা কিস্তিতে বিক্রি হচ্ছে। ২২০০০ পৃষ্ঠার বেশি এই রচনাবলি বাংলাদেশের সর্ববৃহৎ প্রকাশনা। স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে একত্রে এত বৃহৎ কোনো প্রকাশনা প্রকাশিত হয়নি।
৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে দুবাংলার শ্রেষ্ঠ রবীন্দ্রগবেষক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন অন্যান্য গবেষক ও লেখকরা। তাঁর সম্পাদনায় এই রবীন্দ্র-রচনাবলি পেয়েছে পূর্ণতা।
রবীন্দ্রনাথের প্রাপ্ত সমগ্র বাংলা রচনা প্রকাশক্রম-অনুসারে এই ত্রিশ খণ্ডে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। এই প্রথম রবীন্দ্রনাথের সমগ্র চিঠিপত্র ‘ছিন্নপত্র’, ‘ছিন্নপত্রাবলী’, ‘চিঠিপত্র’ (১-১৯ খণ্ড), ‘প্রমথনাথ বিশীকে লিখিত পত্র’, ‘ভানুসিংহের পত্রাবলী’ ও ‘পথে ও পথের প্রান্তে’, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মৈত্রেয়ী দেবীকে লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও অখণ্ড ‘গীতবিতান’ও ভিন্ন রূপে ও প্রকরণে সন্নিবিষ্ট করা হয়েছে। সাহিত্য-ছবি-গান ও সুরের মিথস্ক্রিয়ার দিকে লক্ষ রেখে রবীন্দ্রনাথ-অঙ্কিত ‘রূপ-বিরূপে’র দুই শতাধিকেরও বেশি রঙিন ছবি ও প্রাসঙ্গিক চার শতাধিক সাদা কালো ছবিও রচনাবলির অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে ঐতিহ্য প্রকাশিত এই রচনাবলি ছাড়ের পর বিক্রয় হচ্ছে ২১৯০০ টাকায়। আর কিস্তির ক্ষেত্রেও রয়েছে দুই ধরনের সুবিধা।
৫ কিস্তিতে রবীন্দ্র-রচনাবলি
প্রতি মাসে নির্ধারিত তারিখে ৪৩৮০ টাকা কিস্তি পরিশোধ করে ৫ কিস্তিতে রবীন্দ্র-রচনাবলি কেনা যাবে। প্রতি মাসে কিস্তি পরিশোধ সাপেক্ষে ৬টি করে রবীন্দ্র-রচনাবলির খণ্ড পাওয়া যাবে। ৫ মাসে কেনা যাবে ৩০ খণ্ড। খণ্ড নির্বাচনের ক্ষেত্রে ঐতিহ্যের সিদ্ধান্তই চূড়ান্ত। ‘সীমিত সংখ্যক সেট’ ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ৭ সেপ্টেম্বর ২০১৬ এর মধ্যে ফর্ম পূরণ ও প্রথম কিস্তি পরিশোধ করতে হবে।
১০ কিস্তিতে রবীন্দ্র-রচনাবলি
প্রতি মাসে নির্ধারিত তারিখে ২৩৯০ টাকা কিস্তি পরিশোধ করে ১০ কিস্তিতে রবীন্দ্র-রচনাবলি কেনা যাবে। প্রতি মাসে কিস্তি দেওয়া সাপেক্ষে ৩টি করে রবীন্দ্র-রচনাবলির খণ্ড পাওয়া যাবে। ১০ মাসে কেনা যাবে ৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি। খণ্ড নির্বাচনের ক্ষেত্রে ঐতিহ্যের সিদ্ধান্তই চূড়ান্ত। ‘সীমিত সংখ্যক সেট’ ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ৩০ আগস্ট ২০১৬ এর মধ্যে ফর্ম পূরণ ও প্রথম কিস্তি প্রদান এই সুযোগ নেওয়া যাবে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়:
ঐতিহ্য, ৩/১-এইচ পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন : ০১৯১৬০৪০৪৯৭, ০১৮১৯২৮৪২৮৫, ৯৫৫৩৮০৭
মন্তব্য