কবিতাকে প্রাণের বিষয় বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট কবি-কবিতাপ্রেমীরা। তাদের মতে, প্রাণ যত উষ্ণ ও আবেগময় হয়, কবিতা তত প্রাণময় হয়ে ওঠে। কবিতার জন্য সবচেয়ে বেশি যে জিনিস দরকার, তা হলো অনুপ্রেরণা। শুক্রবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামে পঙ্ক্তিমালা ও হাটখোলা আয়োজিত কবিতা সন্ধ্যায় তারা এমন মন্তব্য করেন।
কবিতা সন্ধ্যায় কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, রাশেদ রউফ, কামরুল হাসান বাদল, জিন্নাহ চৌধুরী, অনুপমা অপরাজিতা ও ফরিদা ইয়াসমিন সুমি। কবিরা প্রত্যেকেই স্বকণ্ঠে নিজেদের পাঁচ-ছয়টি কবিতা পাঠ করে দর্শকদের আন্দোলিত করেন। মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি আকতার হোসাইন এবং ধন্যবাদ বক্তব্য রাখেন কবি ইউসুফ মুহাম্মদ।
অন্যান্যের মধ্যে ছিলেন কবি শুক্লা ইফতেখার, অ্যাডভোকেট শওকত হোসেন, অ্যাডভোকেট কামরুন নাহার, কবি ভাগ্যধন বড়ুয়া, মানজুর মুহাম্মদ, মনিরুল মনির, আজিজ কাজল, গল্পকার মুহাম্মদ আমানুল্লাহ, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, কবি ফারহানা আনন্দময়ী, আখতারী ইসলাম, তনুজা বড়ুয়া, রিমঝিম আহমেদ, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, প্রাবন্ধিক চৌধুরী শাহজাহান, সংগীতশিল্পী লাকী দাশ, কবি আলী প্রয়াস, কোহিনুর আকতার, সাবিনা পারভিন লীনা, সুস্মিতা চৌধুরী, রোকসানা বন্যা, তানজিনা হীরা, নাজনীন আকতার, সুরভি কান্তা প্রমুখ।