স্বাধীনতা পদক পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি নির্মলেন্দু গুণ এ পদক পাচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। আগামী ২৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১৪ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে সরকার। গত ৭ মার্চ এই ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌ-বাহিনীর নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্বাধীনতা পদক না পাওয়ার ক্ষোভ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহপাঠী কবি নির্মলেন্দু গুণ। রাষ্ট্রের সর্বোচ্চ এ পদকের জন্য এরপরই উদ্যোগ নিয়ে নতুন করে নির্মলেন্দু গুণের নাম ঘোষণা করল সরকার।
মন্তব্য