কমনরুম প্রকাশিত সোপানুল ইসলামের প্রথম উপন্যাস মনের‘মনের নির্বাসন’-এর পাঠোন্মচন করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ছোটকাগজ বুক রিভিউয়ের উদ্যোগে এই পাঠোন্মচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কাজী রোজী এম.পি। তিনি বলেন, ‘মন থেকেই উৎসারিত হয় সাংস্কৃতিক জাগরণ। ফলে মনকে নির্বাসন দেওয়া যাবে না। মনকে জাগিয়ে রাখতে হবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘাতক-দালালদের সম্পতি বাজেয়াপ্ত করা হচ্ছে এই দেশে, বাংলাদেশের জন্য এটি আরেকটি বিজয়। আর এটা সম্ভব হয়েছে সাংস্কৃতিক জাগরণের ফলেই।’
মূল আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। তিনি বলেন, ’এই উপন্যাসে অনেকগুলো গল্প আছে, দীর্ঘ সময়ের বর্ণনা আছে। প্রচলিত উপন্যাস কাঠামো বিবেচনায় এটি একটি ব্যতিক্রম উপন্যাস, কিন্তু সুখপাঠ্য।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, কথাশিল্পী ও গবেষক ড. আবুল আজাদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য কবি আসলাম সানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক, সাংবাদিক ও গবেষক শেখ মজলিশ ফুয়াদ। সভাপতিত্বে করেন বুক রিভিউ-প্রধান সম্পাদক কবি আনিস মুহম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুক রিভিউ-সম্পাদক কবি শরাফত হোসেন।
মন্তব্য