সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্ম করেন। কবিতা, ছোটগল্প, উপন্যাস, কাব্যনাটক, গানসহ শিল্পসাহিত্যের প্রায় সব অঙ্গনে ছিল তাঁর বিচরণ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, প্রবন্ধ: হৃৎকলমের টানে, (১ম খণ্ড১৯৯১; ২য় খণ্ড১৯৯৫), ছোটগল্প: তাস(১৯৫৪), শীত বিকেল(১৯৫৯), রক্তগোলাপ (১৯৬৪), আনন্দের মৃত্যু (১৯৬৭), প্রাচীন বংশের নিঃস্ব সন্তান (১৯৮২), সৈয়দ শামসুল হকের প্রেমের গল্প (১৯৯০), জলেশ্বরীর গল্পগুলো (১৯৯০), শ্রেষ্ঠ গল্প(১৯৯০); কবিতা: একদা এক রাজ্যে (১৯৬১), বিরতিহীন উৎসব (১৯৬৯), বৈশাখে রচিত পঙ্ক্তিমালা (১৯৭০), প্রতিধ্বনিগণ (১৯৭৩), অপর পুরুষ (১৯৭৮), পরাণের গহীন ভিতর (১৯৮০), শ্রেষ্ঠ কবিতা (১৯৯০) প্রভৃতি; উপন্যাস: এক মহিলার ছবি (১৯৫৯), অনুপম দিন (১৯৬২), সীমানা ছাড়িয়ে (১৯৬৪), নীল দংশন (১৯৮১, স্মৃতিমেধ (১৯৮৬), মৃগয়ায় কালক্ষেপ (১৯৮৬), বৃষ্টি ও বিদ্রোহীগণ (১ম খণ্ড১৯৮৯, ২য় খণ্ড ১৯৯০), নিষিদ্ধ লোবান (১৯৯০), খেলা রাম খেলে যা (১৯৯১) প্রভৃতি; কাব্যনাট্য: পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬), গণনায়ক (১৯৭৬), নুরুলদীনের সারা জীবন (১৯৮২), এখানে এখন (১৯৮৮) প্রভৃতি।
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সৈয়দ শামসুল হক পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬), একুশে পদক (১৯৮৪), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৯), অলক্ত স্বর্ণপদক (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩) প্রভৃতি।
মন্তব্য