সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন সঙ্গীতশিল্পী বব ডিলান। বৃহস্পতিবার নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গীত ঐতিহ্যে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ডিলানকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল একাডেমির পারমানেন্ট সেক্রেটারি সারা দানিয়াস পুরস্কার ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, বব ডিলানকে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কমিটির সদস্যরা ‘প্রশ্নাতীতভাবে একমত পোষণ করেন।’
বব ডিলানের ‘ব্লোইন ইন দ্য উয়িন্ড’, ‘মাস্টার্স অব ওয়ার’, ‘এ হার্ড রেইন’স এ-গোনা ফল’, ‘লাইক এ রোলিং স্টোন’ গানগুলো দ্রোহ ও স্বাধীনতার ভাব বহন করে। এই গানগুলো যুদ্ধবিরোধী ও নাগরিক আন্দোলনের অনেক সংগঠন মর্ম সঙ্গীত হিসেবে ব্যবহার করে।
মন্তব্য