মৌলবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শনিবার শেষের বাঁশি বাজলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনের জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতেই গণসঙ্গীত পরিবেশন করেন নোয়াখালী উদীচীর শিল্পী ঝুটন চন্দ্র মজুমদার। এরপর দলীয় গণসঙ্গীত নিয়ে মঞ্চে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের শিল্পীদের নৃত্য পরিবেশনার পর নাটক ‘বৌ’ নিয়ে মঞ্চে আসেন গাইবান্ধার দরিয়াপুর উদীচীর শিল্পীরা।
দলীয়ভাবে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী কক্সবাজার জেলা সংসদ, গাজীপুর জেলা সংসদ, নারায়ণগঞ্জ জেলা সংসদ এবং নড়াইলের নড়াগাতি শাখা শিল্পীরা।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিয়ের গীত পরিবেশন করেন মাগুরা জেলা সংসদের শিল্পীরা। সবার শেষে উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের পরিবেশনা আলেখ্যানুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য