যেকোনো জনপদের চিন্তাধারার প্রতিনিধি, কণ্ঠস্বর, বিবেকের অনুশাসন হিসেবে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সৃজনশীল প্রতিটি মানুষই ভূমিকা রাখেন। তেমনই একজন সংগঠন, কবি ও সম্পাদক ইসলাম রফিক। লিটল ম্যাগাজিন ‘দোআঁশ’ ও ‘নিওর’-এর সম্পাদক এবং বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের আজ ৪৬ তম জন্মদিন।
ইসলাম রফিক ১৯৭০ সালের ২৫ এপ্রিল বগুড়া জেলার গাবতলি উপজেলার বড় সাগাটিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা আলহাজ মো. আব্দুল বারী, মাতা মোছা. জুলেখা বেগম। ইসলাম রফিকের এ পর্যন্ত তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ ‘বিজন দ্বীপে বিশ্বাসী বালিহাঁস’। প্রকাশিত হয় ২০০৭ সালে।
দীর্ঘ পাঁচ বছর পর দ্বিতীয় গ্রন্থের জনক হন ২০১৪ সালে। একুশে বইমেলায় প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতার কাছে ফিরে আসা’। কবির একাকিত্ব কেউ বোঝে না। একাকিত্ব উন্মোচনের সঙ্গে রহস্য মায়ায় জড়ানো জীবনের সম্পর্ক স্থাপনের আগ্রহ চিরকালের। কবি সেই আগ্রহ, সেই যন্ত্রণাকে সুস্পষ্ট করার তাগিদ থেকেই তার স্বরূপ উন্মোচনের চেষ্টা করেন। সেতু নির্মাণ করতে প্রয়াসী হন। ইসলাম রফিক তৃতীয় গ্রন্থের জনক ২০১৫ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়। ‘পথে পথে শেখা, প্রেমে প্রেমে লেখা’। তার সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘দোআঁশ’ ২০০১ সালে প্রথম প্রকাশিত হয়। কবিকে জন্মদিনের শুভেচ্ছা; শুভ জন্মদিন কবি ইসলাম রফিক।
মন্তব্য