শব্দগুচ্ছ পুরস্কার-২০১৫-এর জন্য মনোনীত হলেন কবি আহমেদ স্বপন মাহমুদ। কবিতার ছোটকাগজ শব্দগুচ্ছে প্রকাশিত তাঁর কবিতার জন্যে তিনি এই সম্মাননা পেলেন। পত্রিকাটির সম্পাদক কবি হাসানআল আব্দুল্লাহ শুক্রবার তাঁর ফেসবুকে এ তথ্য জানান।
শব্দগুচ্ছ পুরস্কারের অর্থমূল্য ২০০ ডলার ও একটি ক্রেস্ট। এটি ৮ম শব্দগুচ্ছ কবিতা পুরস্কার। ২৫ ডিসেম্বর নিউইয়র্কস্থ শব্দগুচ্ছ অফিসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করেন টিভি ব্যক্তিত্ব ও বিশিষ্ট লেখক বেলাল বেগ। তিনি তাঁর বক্তব্যে দীর্ঘদিন ধরে বিশ্ব কবিতার আসরে শব্দগুচ্ছ-র অবস্থান ও বাংলা কবিতাকে ভিন্নভাষার পাঠকদের হাতে তুলে ধরার প্রক্রিয়ার প্রশংসা করেন। এ সময় পুরস্কারপ্রাপ্ত কবিকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ কন্সুলেটের ফার্স্ট সেক্রেটারি পারভীন সুলতানা, নিউইয়র্ক প্রথম আলো সম্পাদক ও বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আতাউর রহমান, শব্দগুচ্ছ সহকারী সম্পাদক কবি-গল্পকার ও নিউইয়র্কের স্কুল শিক্ষক নাজনীন সীমন, আধুনিক সম্পাদক ভূঁইয়া আহসান হাবীব ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। বক্তারা কবি আহমেদ স্বপন মাহমুদকে এই পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানান।
উল্লেখ্য আহমেদ স্বপন মাহমুদ নব্বই দশকের একজন প্রতিভাবান কবি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি একজন গবেষক। ১২ খানা কাব্যগ্রন্থসহ তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৮। তাঁর কবিতায় জীবন ও সমাজ বাস্তবতাকে ভিন্নভাবে দেখার প্রবণতা গড়ে উঠেছে।