কবিতায় বিশেষ অবদানের জন্য ‘লোক সাহিত্য পুরস্কার-২০১৬’ পাচ্ছেন কবি আহমেদ স্বপন মাহমুদ। একইসঙ্গে কবি মোস্তাক আহমাদ দীনও পাচ্ছেন এই পুরস্কার। মঙ্গলবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে লোক সাহিত্য পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
২০০৯ সাল ছোটকাগজ ‘লোক’ এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন কবি সৈয়দ তারিক ও কবি শামসেত তাজরেজী। সভাপতিত্ব করেন ২০১৪ সালে ‘লোক’ পুরস্কারপ্রাপ্ত কবি কামরুজ্জামান কামু।
এর আগে যারা ‘লোক সাহিত্য পুরস্কার’ পেয়েছেন কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি মাহবুব কবির, কবি চঞ্চল আশরাফ, কবি কুমার চক্রবর্তী, কবি মুজিব মেহদী ও কবি কামরুজ্জামান কামু।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে চিন্তাসূত্রকে আহমেদ স্বপন মাহমুদ বলেন, ‘‘লোক সাহিত্য পুরস্কার গুরুত্বপূর্ণ। একজন লেখকের স্বীকতৃতিস্বরূপ পাঠক লেখকের আরও কাছে আসার সুযোগ পান। পুরস্কারপ্রাপ্ত লেখকের ওপর ‘লোক’-এর যে সংখ্যাটি হয় তা খুব গুরুত্বপূর্ণ। সমাজ কিভাবে লেখককে দেখে, সে বিষয়ে জানা যায়। এজন্য লোক সাহিত্য পুরস্কার লেখকের জন্য স্বস্তি ও আনন্দের।’’
মন্তব্য