লোকসাহিত্য পুরস্কার-২০১৫ পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী কবি সুব্রত অগাস্টিন গোমেজ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়। সুব্রত অগাস্টিন গোমেজের অনুপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়া হয় তার প্রতিনিধির হাতে। পুরস্কারের অর্থমূল্য হিসেবে পঞ্চাশ হাজার টাকা, স্মারক ও সনদপত্র তুলে দেন অধ্যাপক সলিমুল্লাহ খান।
অনুষ্ঠানে কবির পুরস্কার প্রাপ্তির অনুভূতি তার পাঠানো ভিডিও বক্তৃতা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে লোকসাহিত্য পুরস্কার ২০১৬-এর মনোনীতদের নামও ঘোষণা করা হয়। তাঁরা হলেন হলেন কবি আহমেদ স্বপন মাহমুদ ও কবি মোস্তাক আহমাদ দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। সভাপতিত্ব করেন ২০১৪ সালে লোকসাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি কামরুজ্জামান কামু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি সৈয়দ তারিক ও কবি শামসেত তাবরেজী। শুভেচ্ছা বক্তব্য দেন কবি সাখাওয়াত টিপু, কবি শহীদুল রিপন ও রাশেদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন লোকের সম্পাদক অনিকেত শামীম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সাকিরা পারভীন।
মন্তব্য