শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ গুণীজন পেলেন মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক। পুরস্কারপ্রাপ্তরা হলেন, আবু ইসহাক (কথা সাহিত্যিক, মরণোত্তর), শওকত আলী (বিশিষ্ট ঔপন্যাসিক), আমজাদ হোসেন (গণমুখী চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের শিশু সাহিত্য), আবু হাসান শাহরিয়ার (কবি), লুৎফর রহমান রিটন (ছড়াকার), মাসুক হেলাল (প্রচ্ছদ শিল্পী ও প্রোট্রেট), দীপু মাহমুদ (শিশুসাহিত্যিক), হামিদুল ইসলাম (প্রকাশক), জাহানারা পারভীন (মিডিয়া সাংবাদিক সাহসিনী ও কবি) ও স্বপন মুখোপাধ্যায় (গবেষক ও জীবনীকার)। শনিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এই পদক প্রদান করা হয়।
পদক তুলে দেনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান ও কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের।
বাংলাদেশের বরেণ্য শিশুসাহিত্যিক, প্রকাশক ও নওরোজ-এর অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসির আলী আজীবন সৃজনশীল সাহিত্য চর্চা করে গেছেন। এই প্রতিথযশা সাহিত্যিক-এর শততম জন্ম বার্ষিকী উপলক্ষে নওরোজ সাহিত্য সম্ভার (নসাস) ১০টি ক্যাটাগরিতে বাংলাদেশের দশ গুণীজনকে স্বর্ পদক প্রদান করে।