সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি-প্রাবন্ধিক মাসুদুজ্জামান ও কবি ওবায়েদ আকাশ পাচ্ছেন পশ্চিমবঙ্গের ‘ঐহিক মৈত্রী সাহিত্য সম্মাননা ২০১৬’। আগামী সন্ধ্যায় ৩ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার মমার্ত মঞ্চে এই দুই কবিকে সম্মাননা প্রদান করা হবে।
মাসুদুজ্জামানকে তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য এবং ওবায়েদ আকাশের ভিন্নধারা ও নতুন চিন্তার কবিতা, গদ্য এবং সাহিত্য ও চিন্তা-শিল্পের ছোটকাগজ ‘শালুক’ সম্পাদনাসহ সামগ্রিক সাহিত্যকর্মের জন্য এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। কথাসাহিত্যিক তমাল রায় সম্পাদিত ‘ঐহিক’ পশ্চিমবঙ্গের একটি পুরনো ও সমৃদ্ধ লিটল ম্যাগাজিন ও সাহিত্য সংগঠন। পত্রিকাটি প্রতি তিন মাস পরপর অনলাইন ও প্রিন্টেড ভার্সনে প্রকাশিত হয়। শুরু থেকেই পত্রিকাটি দুই বাংলার সাহিত্যের মেলবন্ধন ঘটানোর প্রয়াস হিসেবে কাজ করে চলেছে।
মন্তব্য