মামুন রশীদ একাধারে কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক। তিনি যেমন বড়দের উপযোগী সাহিত্য রচনা করেন, তেমনি সৃষ্টি করেন ছোটদের সাহিত্যও। এবার বইমেলায় এসেছে তার দুটি বই। একটি মুক্তিবিষয়ক উপন্যাস—‘টিটু মিলনায়তন’, অন্যটি শিশুতোষ—‘ভূতের সঙ্গে একদিন’।
‘টিটু মিলনায়ন’-এ বলা হয়েছে, মুক্তিযুদ্ধ শুধু আমাদের একটি মানচিত্রই দেয়নি। দিয়েছে অনেক। মাটি, মানচিত্র আর নিজস্ব পতাকা যারা জীবন উৎসর্গ করে ছিনিয়ে এনেছিলেন, তারা আমাদের সূর্যসন্তান। তাদের সম্পর্কে আমাদের আগ্রহ অনেক। কিন্তু নানাকারণে একসময় ইতিহাস ভুলিয়ে রাখার ষড়যন্ত্র হয়েছে। ভুলভাবে মনগড়া তত্ত্বে তারুণ্যকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। শত অপচেষ্টার পরও মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাস জানতে আগ্রহী নতুন প্রজন্ম। এখানে একইসঙ্গে উঠে এসেছে দুটি প্রজন্ম। এক প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। অন্যপ্রজন্ম, মুক্তিযুদ্ধের অনেক পরের। এই দুটি সময় ও প্রজন্মকে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন মামুন রশীদ তার প্রথম উপন্যাসে। অমর একুশে গ্রন্থমেলায় বইটি এনেছে বেহুলাবাংলা প্রকাশনী। উপন্যাসটি সম্পর্কে মামুন রশীদের মন্তব্য, ‘এখানে উপন্যাসের ব্যাপ্তি এবং বিস্তার না থাকলেও উঠে এসেছে দুটি সময়। যা থেকে পাঠক কল্পনা, বাস্তব আর অনুসন্ধানের ভেতর দিয়ে সময়কে মিলিয়ে দেখার সুযোগ পাবেন। তবে কতোটুকু কি হয়েছে, তা শুধু পাঠকই নির্ধারণ করতে পারবেন।’
ছোটদের জন্য তারা লেখা গল্পের বই ‘ভূতের সঙ্গে একদিন’ প্রকাশিত হয়েছে ‘উত্তরাধিকার ’৭১’ প্রকাশনী থেকে। এছাড়া এবার কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় ছোঁয়া প্রকাশনী থেকে বেরিয়েছে তার কবিতার বই ‘সকল ভ্রমণ শেষে’।