অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ফয়সল নোইয়ের কবিতার বই ‘আদিম ফুলের জংলায়’ ও মোহাম্মদ নূরুল হকের কবিতার বই ‘উপ-বিকল্প সম্পাদকীয়’। বই দুটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে প্লাটফর্ম-এর ৪৯২ নম্বর এবং ছোটকাগজ চত্বরের ৪৩ নম্বর স্টলে। প্রকাশক বাংলা বই।
ফয়সল নোই দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করছেন। তিনি কবিতার নিবিষ্ট সাধক হিসেবে ইতোমধ্যেই পাঠক-সমালোচকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।এই কাব্যে তিনি প্রকৃতি, প্রেমসহ নানা বিষয়কে অনুষঙ্গ করেছেন।
মোহাম্মদ নূরুল হক প্রায় দেড় যুগ ধরে সাহিত্য চর্চা করছেন। তার পরিচিতি মূলত বোদ্ধামহলে। এই কাব্যে তিনি প্রেম, রাজনীতি, মৃত্যুচেতনাকে প্রধান অনুষঙ্গ করে তুলেছেন। এটি তার তৃতীয় কবিতার বই।
মন্তব্য