রাজধানীর হাতিরপুলে অবস্থিত ‘সমাজতান্ত্রিক আর্কাইভ’-এ মাওবাদী অর্থশাস্ত্র বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। চীনের মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের ৫০তম বার্ষিকী উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করা হয়।
মাওবাদী অর্থশাস্ত্র বইটি ‘পলিটিক্যাল ইকোনমি অব সোশ্যালিজম’বইয়ের বাংলা অনুবাদ। অনুবাদ করেছেন সরকার নজরুল ইসলাম।
বইটি নিয়ে আলোচনা করেন সৈয়দ আবুল কালাম, আনিস রায়হান ও শিমুল ভট্টাচার্য। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক আর্কাইভের কিউরেটর শাপলা জাহান।
লিখিত শুভেচ্ছা বার্তা পাঠান বইটির অনুবাদক সরকার নজরুল ইসলাম।
বক্তারা বলেন, মাওবাদী অর্থশাস্ত্র বইটি সমাজতান্ত্রিক সমাজে শ্রেণী সংগাম ও সমাজতান্ত্রিক অর্থনীতি সুসংহত করণের এক অনন্য দলিল। সমাজতন্ত্রের পুরো পর্বজুড়ে পুঁজিবাদের পথগামী পার্টির অভ্যন্তরের শোধনবাদীদের কাছে শ্রমিকশ্রেণীর নেতৃত্বের ক্ষমতা হারানোর বিপদ থাকে। কেবল অব্যাহত শ্রেণীসংগ্রাম ও মার্কসীয় মতাদর্শের বাস্তব প্রয়োগের মাধ্যমেই এ বিপদ কাটানো সম্ভব। সেই কর্তব্যের অনেকটাই আলোচিত হয়েছে এই বইয়ে।
আলোচকরা মাওবাদী অর্থশাস্ত্র বইটি পাঠ, আলোচনা ও পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য