‘বিশাল বাংলা সম্মাননা পুরস্কার ২০১৭’ পাচ্ছেন কবি শামীম হোসেন। ‘ডুমুরের আয়ু’ কবিতাগ্রন্থের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে প্লাটফর্ম।
আগামী ১০ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার দেওয়া হবে।
এর আগে ২০১৫ সালে ‘কালি ও কলম পুরস্কার’ পেয়েছিলেন তিনি। ওই বছর প্রকাশিত তার ‘ধানের ধাত্রী’ কবিতার বইয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছিল।
কবি শামীম হোসেন ১৯৮৩ সালের ৭ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত অন্য কবিতা গ্রন্থগুলো হলো- বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে (২০০৭), পাখি পাখি ভয় (২০১১), উপমাংসের শোভা (২০১২), শীতল সন্ধ্যা গীতল রাত্রি (২০১৩) এবং ছড়াগ্রন্থ- এক তুড়ি ছয় বুড়ি (২০০৮) ও গাছভাই নাচভাই (২০১৭)।
কবিতা লেখার পাশাপাশি সম্পাদনাতেও রয়েছে শামীম হোসেনের বিশেষ দক্ষতা। দীর্ঘ ১৬ বছর ধরে তিনি সম্পাদনা করছেন শিল্প সাহিত্যের কাগজ ‘নদী’। বর্তমানে তিনি গণমাধ্যমে কর্মরত।
মন্তব্য