কবিতায় বিশেষ অবদানের জন্য বগুড়া লেখক চক্র সম্মাননা-১৬ পেলেন কবি গোলাম কিবরিয়া পিনু। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বগুড়া লেখক চক্র সম্মাননা-১৬ পেলেন আরও চারজন। তারা হলেন সাংবাদিকতায় ওয়াসিকুর রহমান বেচান, লোকসাহিত্যে ড. বেলাল হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় আব্দুল মান্নান স্বপন ও প্রকাশনায় কালি পদসেন টিপু।
সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী অনুষ্ঠিত কবি সম্মেলন। কবি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাকিদ হায়দার। এ সময় সম্মেলনের উদ্বোধক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কবি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
কবি সম্পাদক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার আলম তালুকদার, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শামস উল আলম, কবি মুহম্মদ শহীদুল্লাহ, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার ও কবি শিবলী মোকতাদির, শিশু সংগঠক আব্দুল খালেক, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম।
এর আগে বাংলাদেশের ছোটগল্প নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন আনিফ রুবেদ, চন্দন আনোয়ার ও সালেহা চৌধুরী। গল্পকার মাসুদুল হকের পরিচালনায় এ পর্বে সভাপতিত্ব করেন গল্পকার রফিকুর রশীদ। কবি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফইউজে সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সম্মিলিত সাংস্কৃতির জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী।
স্বরচিত কবিতা পাঠ পর্বে সভাপতিত্ব করেন কবি আতাউল হক সিদ্দিকী এবং সঞ্চালনা করেন কবি কামরুল বাহার আরিফ। কবিতা পাঠে অংশগ্রহণ করেন আলম তালুকদার, মনসুর রহমান, খন্দকার বজলুর রহিম, প্রত্যয় হামিদ, মাসুদুল হক, সিক্তা কাজল, কামরুল নাহার কুহেলী, হিরন্য হারুন, ইন্দ্রজিৎ সরকার, বোরহান মাসুদ, জলিল আহমেদ, এস এম আনিছুর রহমান, আব্দুল খালেক, রাহমান মিজান, মাকিদ হায়দার, রফিকুর রশীদ, আলমগীর মালেক, চন্দ্রশিলা ছন্দা প্রমুখ। সম্মাননা প্রদানের আগে স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কবি মাকিদ হায়দার। এ সময় অতিথিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রনজু ইসলাম, রাহমান মিজান, আল আমিন মোহম্মদ, বেলাল সরকার প্রমুখ।
মন্তব্য